মনের জোরেই এ বার মাধ্যমিকে কাবেরী
ন্মের পরই চলার ক্ষমতা হারিয়েছিল সে। কিন্তু সেই প্রতিবন্ধকতা দুর্বল করতে পারেনি মোহনপুর থানা এলাকার সোমুন্ডা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী কাবেরী রাউতকে। শুধু মনের জোরে লক্ষ্যে অবিচল থেকে সাফল্য খুঁজে নিচ্ছে কাবেরী।
বাবা সীতাকান্ত রাউত চাষবাস করেন। ভিলাইতে লোহা ঝালাইয়ের দোকান ছিল তাঁর। কাবেরীর মা কবিতাদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। সীতাকান্তবাবু জানান, নির্দিষ্ট সময়ের আগে জন্ম হয়েছিল কাবেরীর। বয়সের সঙ্গে ওর দু’পায়ের বৃদ্ধি সমান হয়নি। পায়ে জোরও ছিল না। কবিতাদেবী বলেন, “জন্মের পর ওর বাঁচার আশা ছিল না। সেই সময় থেকেই ওর কোমর থেকে পা পর্যন্ত প্রায় অবশ। সব সময় চেয়েছি ও যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।” চিকিৎসার জন্য সাধ্যমত খরচ করেও লাভ হয়নি। সীতাকান্তবাবু বলেন, “আমাদের পক্ষে মেয়ের চিকিৎসা করানো খুব সহজ ছিল না। দেনার দায়ে ভিলাইয়ের দোকান বিক্রি করে গ্রামে চলে এসেছিলাম।” তারপরেই শুরু হল আর্থিক প্রতিকূলতার মধ্যেই মেয়েকে স্বাবলম্বী করার লড়াই।
ছবি: কৌশিক মিশ্র।
অক্ষর জ্ঞান হওয়ার আগে থেকেই বাবা-মা সম্মিলিত ভাবে নিয়মিত কাবেরীকে উৎসাহিত করে গিয়েছেন। ছেলেবেলা থেকে কাবেরীর পড়াশোনায় আগ্রহ দেখে তাঁরা নিজেরাই পাশে বসিয়ে কাবেরীকে পড়ান। কাবেরী বলে, “বাবা-মা সব সময় বলে গিয়েছেন ‘তোমাকে পারতেই হবে’। কখন যেন এই কথাটাই আমার বীজমন্ত্র হয়ে উঠেছিল। আজও কখনও হতাশ হলে এই কথাটাই আমায় এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।” গত কয়েক বছর পর্যন্ত বাবা-মায়ের কোলই ছিল তার ভরসা। গত বছর প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হুইল চেয়ারেই এখন তার নিত্য যাতায়াত।
স্থানীয় সোমুন্ডা সুবারবন হাইস্কুল থেকে এ বার মাধ্যমিক দিচ্ছে সে। আজন্ম পায়ের এই সমস্যার জন্য সে কখনওই স্কুলে নিয়মিত ক্লাস করতে পারেনি। শুধুমাত্র পরীক্ষার দিনগুলিতে স্কুলে গিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎদীপ মাইতি বলেন, “কাবেরীর অসম্ভব মনের জোর। স্কুলে না এসে বা গৃহশিক্ষক না রেখেও যথেষ্ট ভালো ফল করে। আশা করি মাধ্যমিকেও ভালো ফল করবে। ওর লড়াই স্কুলের অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে।” পরীক্ষাকেন্দ্র মোহনপুর হাই স্কুলের সেন্টার ইনচার্জ তথা মোহনপুর বিদ্যালয় পরিদর্শক পিয়ালী চট্টোপাধ্যায় বলেন, “পর্ষদের নির্দেশে কাবেরীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ওর মানসিক দৃঢ়তা সাংঘতিক। ও সাফল্য পাবেই।”
প্রিয় বিষয় ইতিহাস। আর আদর্শ, বিবেকানন্দ। শিক্ষক হতে চায় কাবেরী। আর চায় তার মতো সমস্যাসঙ্কুল জীবন কাটায় এমন ছাত্রছাত্রীদের সাথে থাকতে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.