টুকরো খবর
কুলবনির আখ খেতে আগুন
আখ খেতে আগুন লেগে যাওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কেশিয়াড়ির কুলবনিতে। সিপিএমের অভিযোগ, দলীয় কর্মী-সমর্থকদের খেতে ইচ্ছে করে আগুন লাগিয়েছে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কেশিয়াড়ি থানার আইসি তুলসীদাস ভট্টাচার্য বলেন, “কী জন্য খেতে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আখ খেতে হঠাৎই আগুন লেগে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শুরুতে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। সব মিলিয়ে প্রায় ১৫ বিঘা জমির আখ পুড়ে গিয়েছে। কেশিয়াড়ির সিপিএম বিধায়ক বিরাম মাণ্ডির অভিযোগ, “দলীয় কর্মী-সমর্থকদের খেতেই আগুন লাগানো হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশই এ কাজ করেছে।” তাঁর অভিযোগ, “এলাকায় সন্ত্রাসের আবহ জিইয়ে রাখতেই এই কাজ।” অভিযোগ উড়িয়ে তৃণমূলের কেশিয়াড়ি ব্লক সভাপতি জগদীশ দাস বলেন, “মিথ্যে অভিযোগ। ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অন্য কোনও কারণে খেতে আগুন ধরে গিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ করছে সিপিএম।” পুলিশ সূত্রে খবর, যাঁদের খেতে আগুন লেগেছে, তাঁরা অভিযোগ জানাননি। তবে কী কারনে খেতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

লিটল ম্যাগ মেলা
নিজস্ব চিত্র।
কবিতা পাঠ, ছোট গল্প পাঠ, আলোচনাসভায় জমে গেল মেদিনীপুর লিটল ম্যাগাজিন মেলা। মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির উদ্যোগে শনিবার থেকে শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছিল এই মেলা। এ বার ছিল চতুর্থ বর্ষ। রবিবার রাতে মেলা শেষ হয়। দুই মেদিনীপুর বাদে কলকাতা ও তার আশপাশের এলাকা থেকে প্রকাশিত শতাধিক লিটল ম্যাগাজিন এ বারের মেলায় যোগ দিয়েছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ কৌসর জামাল, শ্যামলকান্তি দাশ, সন্দীপ দত্ত প্রমুখ। সংবর্ধনা দেওয়া হয় কবি-সাহিত্যিক বিরূপাক্ষ পণ্ডা, অমৃত মাইতি, সন্দীপ কাঞ্জিলালকে। কবিতা পাঠ করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার ভক্তিপদ দাসমহাপাত্র। ছোট গল্প পাঠ করেন অনিল ঘোড়াইয়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা। দু’দিনই মেলা প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছিল। মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির সম্পাদক ঋত্বিক ত্রিপাঠি বলেন, “বছরভর আমরা নানা কর্মসূচীর আয়োজন করি। এই মেলা তারই অন্যতম।”

গড়বেতায় সম্মেলন
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ) -এর গড়বেতা-১ ব্লক কমিটির সম্মেলন হল রবিবার। গড়বেতার এক সভাগৃহেই এই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়া, রাধাকান্ত মাইতি প্রমুখ। ছিলেন ফেডারেশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক সুব্রত সরকার। সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা, দাবি প্রভৃতি নিয়েই সম্মেলনে আলোচনা হয়। জেলা সম্পাদক সুব্রতবাবু বলেন, “নতুন সরকারের উপর আমাদের আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী এই পিছিয়ে পড়া এলাকার উন্নয়নেও গতি এনেছেন। কর্মচারীদের সমস্যা-অসুবিধার কথা আমরা লিখিত ভাবেই সরকারের কাছে পৌঁছে দেব।” সম্মেলন শেষে একটি নতুন ব্লক কমিটিও গঠন করা হয়। ২১ জনের কমিটিতে সম্পাদক ও সভাপতি হিসেবে মনোনীত হয়েছে যথাক্রমে স্বপন সিংহ ও শিবপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

আইটাক নেতা গ্রেফতার
দেড় মাস আগের এক সংঘর্ষের ঘটনায় এআইটিইউসি’র (আইটাক) এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অশোক সেনাপতি। বাড়ি খড়্গপুরের গোপালিতে। ধৃতকে ৫ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। গত ২৭ জানুয়ারি খড়্গপুরের রূপনারায়ণপুরে শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটে। কারখানায় কার কর্তৃত্ব থাকবে, সে নিয়েই সংঘর্ষ বাধে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র সঙ্গে সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি’র। ঘটনায় ৯ জন আহত হন। তাঁদের মধ্যে একজন শ্রমিক গুলিবিদ্ধ হন। গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই নেতাকে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। শনিবার মেদিনীপুর আদালতে হাজির করানো হয়। আইটাকের দাবি, মিথ্যে অভিযোগেই দলীয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম অসিত মণ্ডল (৪০)। বাড়ি গোয়ালতোড়ের কুশমাশুলি সংলগ্ন মেটালা গ্রামে। রবিবার সকালে চন্দ্রকোনা রোডের ডুমুরগেড়িয়ার ঘটনা। পুলিশ লরিটিকে আটক করেছে। চালক পলাতক। পুলিশ জানিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ আসিতবাবু কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ডুমুরগেড়িয়ার কাছে গোয়ালতোড়গামী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অসিতবাবুকে ধাক্কা মারে।

শহরে যোগাসন
রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু সঙ্ঘের তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা শেষ হল রবিবার। শহরের বিদ্যাসাগর হলে শনিবার কচিকাঁচাদের নিয়ে যেমন খুশি আঁকো ও রবিবার জেলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.