হাওড়ায় ফের তোলাবাজি, শ্লীলতাহানিও |
পুলিশ কমিশনারেট হওয়ার পরেও হাওড়ায় যে দুষ্কৃতী-রাজ চলছেই, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত দু’টি ঘটনায় ফের তার প্রমাণ মিলল। রবিবার দুপুরে মোটরবাইক আরোহী ছয় দুষ্কৃতী চ্যাটার্জিহাট থানা এলাকার ভট্টাচার্যপাড়ার এক নির্মীয়মাণ বহুতলে গিয়ে প্রোমোটারের খোঁজ করে। পুলিশ বলে, প্রোমোটারকে না-পেয়ে শ্রমিকদের হুমকি দিয়ে টাকা চায় দুষ্কৃতীরা। তার পরে এলোপাথাড়ি গুলি ছুড়ে, শ্রমিকদের মেরে করে পালায়। শনিবার রাতে হাওড়ার চাঁদমারি সেতুর কাছে কয়েক জন যুবক এক প্রৌঢ়ার শ্লীলতাহানি করে তাঁর গয়না ও টাকা নিয়ে পালায় বলে অভিযোগ। পুলিশ জানায়, রাত ১১টা নাগাদ পঞ্চাননতলায় বাড়ি ফিরছিলেন প্রৌঢ়া। ভুল করে পিলখানায় বাস থেকে নেমে পড়েন তিনি। ওই যুবকেরা তাঁকে ট্যাক্সিতে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। তার পরে চাঁদমারি সেতুর কাছে মহিলাকে নামিয়ে গলায় ভোজালি ঠেকিয়ে শ্লীলতাহানি করে এবং তাঁর গয়নাগাঁটি ও টাকা কেড়ে নিয়ে পালায়। প্রৌঢ়ার চিৎকারে স্থানীয়রা এসে তাঁকে থানায় নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার অভিযোগ, ঘটনার সময় টহলদার পুলিশভ্যান বা পুলিশকর্মী চোখে পড়েনি। হাওড়া কমিশনারেটের ডিসি (সদর) সুকেশকুমার জৈন বলেন, “ঘটনাস্থলে রেডিও ফ্লাইং স্কোয়াড বা পুলিশকর্মী ছিলেন না কেন, খোঁজ নিচ্ছি। ওই যুবকদের খোঁজ চলছে।”
|
যুবকের দেহ উদ্ধার, সন্দেহ খুন |
অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির শ্রীরামপুরের সাতঘড়ায়। ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান। এ দিন সকালে সাতঘড়ায় একটি বাঁশবাগানে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা শ্রীরামপুর থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায়। তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অন্য কোথাও খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে কি না কা খতিয়ে দেখা হচ্ছে। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ। জেলা পুলিশের এক কর্তা বলেন, “নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।”
|
চন্দননগরের খলিসানি সংগীতা মিউজিক কলেজ আয়োজিত নৃত্য উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়। চন্দননগর রবীন্দ্রভবন মঞ্চে দু’দিন ধরে ওই অনুষ্ঠান হয়। সংগঠকরা জানান, অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় সহায়তা করে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। নাট্যকার শঙ্কর বসুঠাকুরকে সংবর্ধনা জানানো হয়। |