বিরোধী আসনে বসতেই তৈরি হচ্ছে কংগ্রেস
ত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী আসনে বসার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। কিন্তু একই সঙ্গে সব বিকল্পও খোলা রাখা হচ্ছে।
গত কাল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পরে কংগ্রেস নেতৃত্ব মনে করছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে উত্তরপ্রদেশে বিরোধী আসনে থাকাটাই সঠিক রণকৌশল হবে। প্রদেশ কংগ্রেস সভানেত্রী রীতা বহুগুণা জোশী আজ জানিয়ে দিয়েছেন, “আমরা হয় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দাবি জানাব। নয়তো শান্তিপূর্ণ ভাবে বিরোধী আসনে বসব। সেটাই দলের সিদ্ধান্ত।”
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সমাজবাদী পার্টি, বিএসপি এবং বিজেপিরও পিছনে চতুর্থ স্থান জুটছে কংগ্রেসের কপালে। সরকার গঠনের সব থেকে কাছাকাছি রয়েছেন মুলায়ম সিংহ যাদব। তবে তাঁর একার পক্ষেও সরকার গঠন সম্ভব নয়। সে ক্ষেত্রে কংগ্রেস সপা-কে সমর্থন করবে কি না, সেই প্রশ্নের আজও কোনও জবাব দিতে চাননি প্রদেশ কংগ্রেস সভানেত্রী জোশী। তাঁর উত্তর, “ভোটের ফলাফলের পর হাইকম্যান্ডই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।” কিন্তু আজ অন্য জোটের সম্ভাবনাও উসকে দিয়েছেন দলের আর এক নেতা কেন্দ্রীয় মন্ত্রী বেণীপ্রসাদ বর্মা। তাঁর যুক্তি, “জোট যদি করতেই হয়, তা হলে মুলায়মের থেকে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি হাজার গুণে ভাল।” সমাজবাদী পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বেণীপ্রসাদের যুক্তি, সপা হল গুন্ডার দল। উল্টো দিকে বসপা দলিতদের পার্টি। গুন্ডাদের থেকে দলিত ভাল।
বেণীপ্রসাদের এই মন্তব্যকে অবশ্য ‘ব্যক্তিগত মতামত’ বলে খারিজ করে দিয়েছেন রীতা জোশী। বেণীপ্রসাদ নিজেও বলছেন, এটা তাঁর ব্যক্তিগত মত। কিন্তু আসলে কংগ্রেসের তরফে জল মাপার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক শিবিরে জল্পনা চলছে। কিন্তু সমস্যা হল, বুথ ফেরত সমীক্ষা মিলে গেলে মায়াবতী ও কংগ্রেস মিলেও সরকার গঠন সম্ভব নয়। রাহুল গাঁধীর পরিকল্পনা ছিল, নিজেদের শক্তি বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে মুলায়মকে সরকার গড়তে গেলে কংগ্রেসের উপরেই পুরোপুরি নির্ভরশীল হতে হয়। সে ক্ষেত্রে জাতীয় প্রেক্ষাপটেও ইউপিএ-সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরশীলতা অনেকটা কমত। কিন্তু তা হচ্ছে না।
এই পরিস্থিতিতে মুলায়মকে সমর্থন দিয়ে, লখনউয়ের সরকারের গুরুত্বহীন শরিক হয়ে থাকলে কংগ্রেসের কোনও লাভ হবে না বলেই অধিকাংশ কংগ্রেস নেতার মত। উল্টে বিরোধী আসনে থাকলে, মায়ায়বতী-মুলায়মের বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরে, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভাল ফল করার লক্ষ্যে ফের ঝাঁপাতে পারবে কংগ্রেস।
পাল্টা যুক্তিও আছে। উত্তরপ্রদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল নেতারা মনে করছেন, মুলায়মের যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে সামান্য কিছু আসনের প্রয়োজন হয়, তা হলে নির্দল ও ছোট দলের পাশাপাশি কংগ্রেস থেকেও বিধায়ক ভাঙিয়ে নিতে পারেন। উত্তরপ্রদেশের মতো বিরাট রাজ্যে অনেককেই মন্ত্রী করা যায়। বিভিন্ন সরকারি সংস্থায় এমন শীর্ষপদেরও অভাব নেই, যেখানে রাজনৈতিক প্রতিনিধিদেরই বসানো হয়। কাজেই লালবাতি লাগানো গাড়ি ও সরকারি ক্ষমতার লোভে অনেকেই কংগ্রেস ছেড়ে মুলায়মের সঙ্গে হাত মেলাতে পারেন। সে ক্ষেত্রে মুলায়মের সঙ্গে সরকারে যোগ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে দলের এই নেতাদের মত। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় সরকার গড়তে ২০২ জন বিধায়ক প্রয়োজন। মুলায়মের কতগুলি আসন কম পড়ে, সেটাই এখন স্পষ্ট হওয়া দরকার।
কংগ্রেসের প্রবীণ নেতারা অবশ্য বলছেন, এমন নয় যে কোনও রাজ্যে বা কেন্দ্রে সংখ্যালঘু সরকার চলতে পারে না। কারণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার প্রয়োজন পড়ে এক মাত্র বিধানসভা বা সংসদের কক্ষে। সেখানে মুলায়মের সরকারে যোগ না দিয়ে, বাইরে থেকে সমর্থন জানিয়ে বা না জানিয়েও মুলায়মের সরকার টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে কংগ্রেস। দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেস নেতারা অবশ্য বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ। তাঁর মতে, কংগ্রেস ১০০-র বেশি আসন পাবে। অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দলকে সঙ্গে নিলে আসন-সংখ্যা ১২৫-এ চলে যেতে পারে।
আর একটি সম্ভাবনার কথাও অবশ্য মাথায় রাখছেন কংগ্রেস নেতৃত্ব। অনেকে একে ‘আশা’ হিসেবেও দেখছেন। অনেকে সে কথা মুখ ফসকে বলেও ফেলেছেন। তা হল, রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সপা, বসপা, বিজেপি ও কংগ্রেস, সকলেই সরকারি ভাবে কারও সঙ্গে হাত না মেলানোর কথা বলে চলেছে। সে ক্ষেত্রে ত্রিশঙ্কু বিধানসভা হয়ে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও প্রবল। কংগ্রেসের নেতাদের মতে, সে ক্ষেত্রেও কংগ্রেসের লাভ হবে। কারণ পরের ভোটে স্থায়ী সরকার গঠনের জন্য কংগ্রেসের দিকেই ভোট আসবে।
শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায়, সেটাই এখন দেখার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.