|
|
|
|
রাজ্যে সড়ক উন্নয়নে ১৪৭৪ কোটি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্যের সড়ক উন্নয়নে ১ হাজার ৪৭৪ কোটি টাকা মঞ্জুর করল যোজনা কমিশন।
যোজনা কমিশন আজ পশ্চিমবঙ্গের অনগ্রসর এলাকা উন্নয়ন তহবিল খাতে রাজ্যের পিছিয়ে থাকা ১১টি জেলায় মোট ১ হাজার ৭৩২ কিলোমিটার সড়ক নির্মাণ ও পুর্নগঠনের ছাড়পত্র দিয়েছে। এ বারের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খাতে রাজ্যের যে টাকা আটকে রয়েছে, অবিলম্বে তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে। উভয়েই মমতাকে আশ্বাস দেন, কেন্দ্র দ্রুত ওই প্রকল্পগুলিতে ছাড়পত্র দেওয়ার কথা বিবেচনা করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের অনগ্রসর এলাকার উন্নয়নে যে প্রকল্পগুলির টাকা আটকে রয়েছে, সেগুলির অর্থ যাতে দ্রুত বরাদ্দ হয়, তার জন্য বৈঠকের পরেই সক্রিয় হয় খোদ প্রধানমন্ত্রীর দফতর। অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনার পরে যোজনা কমিশনকে দ্রুত ওই অর্থ অনুমোদন করার নির্দেশ দেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। তারই সূত্রে আজ দিল্লিতে যোজনা কমিশনের সচিব সুধা পিল্লাইয়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবেও।
অর্থাভাবে সড়কগুলি রক্ষণাবেক্ষণের কাজ আটকে থাকায় মুখ্যমন্ত্রী মমতা কেন্দ্রের কাছে দরবার করেছিলেন। আজ রাজ্যের জন্য অর্থ মঞ্জুর করে শরিক দলের নেত্রীর প্রতি ইতিবাচক বার্তাই দিল কেন্দ্র। এ দিনের বৈঠকে রাজ্যের সব দাবি মেনে নেওয়ার পাশাপাশি অতিরিক্ত ১৭১ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় যোজনা কমিশন। অজিতবাবু বলেন, “চলতি অর্থিক বছরে মোট বরাদ্দ অর্থের ৩০% রাজ্যকে দেওয়া হবে। বাকি টাকা এপ্রিলের পরে আসবে।” পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ওই টাকার সিংহভাগ খরচ হবে ২১টি রাজ্য সড়ক চওড়া করা ও সেগুলি মেরামতির কাজে। বাকি টাকা সাড়ে পাঁচ মিটারের রাস্তাকে সাড়ে সাত মিটার পর্যন্ত এবং সাড়ে তিন মিটারের রাস্তাকে সাড়ে পাঁচ মিটার পর্যন্ত চওড়া করার কাজে ব্যবহার করা হবে। |
|
|
|
|
|