টুকরো খবর
ফোকসের দলও হারাল ভারতকে
আজারবাইজান-৩
ভারত-০
সোমবার দুবাইয়ে ম্যাচ শুরুর আগে শৈলেন মান্নার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন দু’দেশের ফুটবলাররা। কালো আর্ম-ব্যান্ড পরেন নবিরা। তার পর গৌরমাঙ্গি সিংহের নেতৃত্বে ভারত পুনরাবৃত্তি করল ওমান ম্যাচের। আজারবাইজানের বিরুদ্ধেও তিন মিনিটে গোল খেয়ে। স্যাভিও মেদেইরাকে বার্তি ফোকস হারালেন মূলত ফুটবলারদের গতির সাহায্যে। গোলকিপার শুভাশিসের ভুলে বলের দখল পেয়ে তিন মিনিটে গোল ভুগার নাদিরভের। বিরতির আগে পেনাল্টি থেকে ২-০ করেন মোহির শুকুরভ। তাঁকে বক্সে ফেলেন রাজু গায়কোয়াড়। ভারতের বলার মতো সুযোগ বলতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রান্সিস ফার্নান্ডেজের ক্রসে জোয়াকিম আব্রাঞ্চেসের হেড। যা বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার আগায়েভ। তবে বিরতির পর রাজু-গৌরমাঙ্গিদের রক্ষণ কিছুটা আঁটোসাঁটো হয়। বল বেশিক্ষণ দখলেও রেখেছিলেন তাঁরা। তবে শেষ বাঁশি বাজার মিনিট ছয়েক আগে তিন নম্বর গোল হজম করতে হয় ভারতকে। ৩-০ করেন বদলি ফুটবলার নিজামি হাজিয়েভ।

সন্দীপদের এ বার নতুন চুক্তি
দৃশ্যটা ভারতীয় হকিতে বিরল। টিমবাস হোটেলে ঢুকছে আতসবাজির রোশনাইয়ের মাঝে। সন্দীপ-সর্দার-ভরতদের শ্যাম্পেনে স্নান করাচ্ছেন হকি ইন্ডিয়া কর্তারা! রাতভর হুল্লোড়! কেক কাটা, ভাঙড়া। রবিবার রাতের সেই উৎসবে কে নেই? হোটেলকর্মী থেকে আমজনতা, প্রাক্তন হকি তারকারা। এমনকী খেলতে আসা বিদেশি দলের সদস্যরা পর্যন্ত। পাক্কা আট বছর পরে অলিম্পিকের যোগ্যতা অর্জন বলে কথা! বাঁধনহারা উচ্ছ্বাসের মধ্যেই হকি কর্তারা কাঁধে তুলে নিলেন নতুন নায়ক, কোচ মাইকেল নবসকে। তাঁর বেতনও এ দিন বাড়ানো হল। এক হাজার অস্ট্রেলীয় ডলার, ভারতীয় মূদ্রায় সাড়ে বাহান্ন হাজার টাকার মতো। নবস অবশ্য বলছেন, “সবে প্রাথমিক বাধা পার করেছি। আসল পরীক্ষা বাকি।” এ দিকে, আগামী মাস থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের মতোই হকি ইন্ডিয়াও ‘গ্রেডেড পেমেন্ট’ চালু করছে। এর আওতায় আসছে মহিলা দলও। হকি ইন্ডিয়ার সচিব নরেন্দ্র বাত্রার কথায়, “সিনিয়র ও জুনিয়র দল থেকে ৩৩ জন করে নিয়ে ১১ জনের তিনটি গ্রুপ হবে। বছরে ১ থেকে ৫, ৫ থেকে ১০ আর ১০ থেকে ১৫ লাখের চুক্তি হবে।”

দিন্দা-অনুষ্টুপ পুণেতেই
সহারা পুণে ওয়ারিয়র্সে খেলা চূড়ান্ত হয়ে গেল বাংলার পেসার অশোক দিন্দার। তাঁর সঙ্গে অনুষ্টুপ মজুমদারকেও তুলে নিল পুণে। সোমবার ইডেনে বাংলার প্র্যাক্টিস শেষে এই কথা জানিয়ে দেন বাংলা তথা পুণে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে সরকারি ভাবেও তা জানানো হয়। দিন্দা বলছিলেন, “দাদি-র সঙ্গে এর আগেও খেলেছি আইপিএলে। নাইট রাইডার্সে। দাদির অধিনায়কত্বে খেলতে পারব ভেবেই উত্তেজিত লাগছে। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।” গত আইপিএল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসে ছিলেন বাংলা পেসার। কিন্তু এ বার তাঁকে আর অস্ট্রেলিয়ার জেমস হোপসকে বড় অঙ্ক দিয়ে তুলে নিল পুণে। অনুষ্টুপের আবার এটাই প্রথম আইপিএল। বলছিলেন, “শুধু সুযোগ পেলেই হল না, প্রথম এগারোয় থাকলে সুযোগটা কাজে লাগাতে হবে।” এ দিকে, টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক রিচার্ড লেভিকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

গড়াপেটার অভিযোগ বিপিএলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে সাজিদ খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। শুধু তাই নয়, সন্দেহ করা হচ্ছে এক পাকিস্তানি ক্রিকেটারকেও। বড়িশাল বার্নার্স বনাম চট্টগ্রাম কিংসের ম্যাচ চলার সময় ক্রিকেটারদের ড্রেসিংরুমের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখায়, পুলিশ গ্রেফতার করে সাজিদকে।

অশোকের ৭ উইকেট
সিএবি লিগে ওয়াইএমসিএ চৌরঙ্গির বিরুদ্ধে ৯৪ রানে ৭ উইকেট নিলেন এক্সেলসিয়রের অশোক ক্ষেত্রী।

জয়ী মেনল্যান্ড সম্বরণ
সিএবি অনূর্ধ্ব ১৪ অম্বর রায় টুর্নামেন্টে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি ৩৯৯ রানে হারাল এক্সেলসিয়ার্সকে। মেনল্যান্ড করে ৪০৫-০। কাজী জুনায়েদ সফি ২৬৩ নট আউট, সাত্যকী সরকার ১০৫ নট আউট। জবাবে এক্সেলসিয়ার্স তোলে ৫১।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.