টুকরো খবর |
পথ দুর্ঘটনা ঘিরে রাঁচিতে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
আজ দুপুরে রাঁচি শহরের ডোরান্ডায় রাজ্য শিক্ষা দফতরের একটি গাড়ির ধাক্কায় তিন মহিলা-সহ চারজন জখম হন। এই ঘটনাকে ঘিরে জনবহুল ওই এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। ওই গাড়ির চালককে বেদম পিটিয়ে ক্ষিপ্ত জনতা গাড়িটি জ্বালিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা-পুলিশে বেধে যায় খণ্ডযুদ্ধ। মারমুখী জনতাকে বাগে আনতে পুলিশ লাঠি চালায়। পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে এলাকাবাসীদের অভিযোগ। রাঁচির (টাউন) পুলিশ সুপার রঞ্জিতকুমার প্রসাদ অবশ্য দাবি করেন, “গুলি তো দূরের কথা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিও চালাতে হয়নি। কারণ ঘটনাস্থলে জনতার থেকে পুলিশের সংখ্যা ছিল অনেক বেশি।” পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে রাঁচির রিমস এবং অন্য দুটি হাসাপাতালে। ওই সরকারি গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। গণপিটুনিতে গুরুতর জখম ওই চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশি প্রহরায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় টহল জারি রাখার পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের নজরদারিও।
|
ডাইনি অপবাদে খুন বৃদ্ধাকে |
সংবাদসংস্থা • রৌরকেলা |
ওড়িশায় ফের অন্ধ কুসংস্কারের বলি হলেন সত্তর পেরনো নিরীহ এক বৃদ্ধা। গত কাল ওড়িশায় সুন্দরগড় জেলার পাসারা গঞ্জুতলা গ্রামে ‘ডাইনি’ অপবাদ দিয়ে পিটিয়ে মারা হয় ফুলমণি সিংহ নামে ওই মহিলাকে। ঘটনার সময় কেউই ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসেননি। খবর পেয়ে পুলিশ যখন অকুস্থলে যায়, ততক্ষণে ফুলমণি সব চিকিৎসার বাইরে। তবে ফুলমণিকে হত্যার অভিযোগে আজ পুলিশ ওই গ্রাম থেকে মহাবীর সিংহ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে ওই বৃদ্ধাকে খুন করার কথা কবুল করেছেন মহাবীর। জেরায় তিনি দাবি করেন, ফুলমণির তুকতাকেই কিছুদিন আগে মারা গিয়েছেন তাঁর স্ত্রী। তাঁর দেড় বছরের শিশুসন্তানের ক্রমাগত অসুস্থতার জন্যও দায়ী ওই বৃদ্ধাই। এ জন্যই তিনি মেরে ফেলেছেন ফুলমণিকে। ঘটনা হল, সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির প্রচার সত্ত্বেও গ্রামীণ এলাকার মানুষজন এখনও বিশ্বাস করেন এ ধরনের কুসংস্কারে। তার মূলোচ্ছেদ না হওয়ার জন্যই প্রাণ দিতে হচ্ছে ফুলমণিদের।
|
মাওবাদী বন্ধে ভালই সাড়া ঝাড়খণ্ড জুড়ে |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ছোটনাগপুর টেনেন্সি আইন কার্যকর করার দাবিতে মাওবাদীদের ডাকা বন্ধে আজ ঝাড়খণ্ডের জেলাগুলিতে ভালই সাড়া মিলেছে। তবে রাজধানী রাঁচি-সহ রাজ্যের শিল্পাঞ্চলে বন্ধের প্রভাব তেমন দেখা যায়নি। বন্ধ ঘিরে কোনও বড় অশান্তি কোথাও ঘটেনি বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, লাতেহার, খুঁটি, গুমলা, পলামু সিমডেগা, চাইবাসা, পশ্চিম সিংভুম এবং গঢ়বা জেলায় বন্ধ হয়েছে সর্বাত্মক। বন্ধের জেরে এ দিন দূরপাল্লার বাস চলাচল করেনি। দূরপাল্লার পণ্য পরিবাহী ট্রাকওরাস্তায় চলেনি। কোনও রকম সংশোধন না- করে অবিলম্বে ছোটনাগপুর টেনেন্সি আইন কার্যকরের দাবিতে এ দিন ২৪ ঘণ্টার ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছিল সিপিআই (মাওবাদী) সংগঠন। রাজ্য পুলিশের মুখ্যপাত্র রাজকুমার মল্লিক জানিয়েছেন, রাত পর্যন্ত বন্ধকে ঘিরে কোনও রকম অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
|
পুলিশের গুলিতে এক জঙ্গি হত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জওয়ানদের গুলিতে মারা গেল এক জঙ্গি। গত কাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মণিপুরের কাঞ্চিপুর এলাকায়। পুলিশ জানায়, পুলিশের টহলদারি একটি দল স্ট্যান্ডার্ড রবার্ট ইংলিশ স্কুলের কাছে সন্দেহভাজন দুই স্কুটার আরোহীকে থামতে বলে। তারা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পশ্চিম ইম্ফল পুলিশের জওয়ানরা স্কুটারটিকে ধাওয়া করে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় একজন। অন্যজন পালায়। নিহতের কাছ থেকে একটি পিস্তল মিলেছে। অন্য দিকে, গত কাল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইম্ফলের রিম্স হাসপাতালের এক কর্মীর হাতে রাংতায় মোড়া একটি প্যাকেট দিয়ে বলে, এটি উর্দ্ধতন কর্তৃপক্ষের উপহার। পরে মোড়ক খুলে দেখা যায় ভিতরে রয়েছে একটি চিনা হাত গ্রেনেড। পুলিশ এসে গ্রেনেডটি নিয়ে যায়।
|
চাপ বাড়ালেন ইয়েদুরাপ্পা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিজেপি নেতৃত্বের উপরে চাপ আরও বাড়ালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। উত্তরপ্রদেশে নির্বাচন শেষ হওয়ার পরে বিজেপি নেতৃত্ব তাঁর ভাগ্য নির্ধারণ করবেন বলে আগেই সিদ্ধান্ত হয়েছিল। তার ঠিক আগে আজ বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে জানিয়ে দিলেন, ছ’মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর গদি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দল। একই সঙ্গে রাজ্যজুড়ে সফর করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। নিজের জন্মদিনেই ইয়েদুরাপ্পা হুমকি দিয়েছিলেন, দল তাঁকে পদ ফিরিয়ে না দিলে ওই দিন কঠোর সিদ্ধান্ত নেবেন। কিন্তু গত সপ্তাহেই বিজেপি সভাপতি নিতিন গডকড়ী স্পষ্ট জানান, উত্তরপ্রদেশের ভোটপর্ব মিটলে ৩ মার্চ দিল্লিতে কোর গ্রুপের বৈঠকে কোনও সমাধানসূত্র খুঁজে বের করা হবে।
|
নির্মাণ সংস্থায় মাওবাদী হামলা |
সংবাদসংস্থা • মুজফ্ফরপুর |
মাওবাদীদের হামলা অব্যাহত বিহারে। তাদের দাবিমতো তোলা না দেওয়ায় কাল শেষ রাতে মুজফ্ফরপুরের বাখরায় একটি সড়ক নির্মাণ সংস্থার জেসিবি মেশিন ও আরও কিছু দামি যন্ত্রপাতি পুড়িয়ে ধ্বংস করে দেয় সশস্ত্র মাওবাদীদের একটি বড় দল। পুলিশ জানায়, জঙ্গিরা দলে ছিল জনা চল্লিশেক। প্রথমে তারা বেসরকারি ওই সংস্থাটির অফিসঘরে হামলা চালায়। বাধা দিতে গেলে সংস্থার কর্মী ও শ্রমিকদের বেধড়ক মারধর করা হয়। দু’টি মোবাইল ফোনও তারা ছিনিয়ে নিয়ে যায়। সংস্থাটির মালিক মাওবাদীদের চাহিদামতো টাকা না দেওয়াতেই এই ‘বদলা’ বলে পুলিশের অনুমান।
|
খাসি-গারো সংঘর্ষে ঘরছাড়া মানুষ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সংঘর্ষ ও অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৫০ জনকে আটক করল মেঘালয় পুলিশ। গত কাল মেঘালয়ের রি-ভয় ও অসমের কামরূপ জেলার সীমানায়, বর্নিহাট এলাকায় গারো ও খাসিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। আগুনে ভস্মীভূত হয় বেশ কিছু বাড়ি। জেলাশাসক আকাশদীপ জানান, ঘরহারা ১১২ জনকে আপাতত স্থানীয় স্কুল ও কমিউনিটি হলের অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। এসপি এম কে দখার জানিয়েছেন, এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা না হলেও ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
|
কলেজের রক্ষীকে গলা কেটে খুন |
সংবাদসংস্থা • রৌরকেলা |
ইস্পাতনগরী রৌরকেলার উপান্তে ব্রাহ্মণীতরঙ্গ এলাকায় কাল পড়ে থাকতে দেখা যায় একটি কলেজের নিরাপত্তারক্ষীর গলা কাটা মৃতদেহ। পুলিশ আজ জানায়, নিহত ওই রক্ষীর নাম বাহাদুর রানা (৫০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কলেজে ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা। তাদের বাধা দিতে গিয়েই খুন হয়েছেন ওই রক্ষী। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, কলেজের কম্পিউটার রুমের দরজাটি ভাঙা। ভিতরে ঢুকে দুষ্কৃতীরা তিনটি কম্পিউটার লুঠ করে নিয়ে গিয়েছে। তদন্ত চলছে। কাউকে গ্রেফতারের খবর নেই।
|
পাপাই হত্যা, সিবিআই তদন্তে আপত্তি নেই মানিকের |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
পাপাই সাহা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তে তাঁর সরকারের আপত্তি নেই বলে আজ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিধানসভায় আজ বিরোধী দলনেতা রতনলাল নাথের প্রশ্নের জবাবে মানিকবাবু বলেন, “এই হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি। আদালতে তারা চার্জশিটও পেশ করেছে। আইনি সমস্যা না থাকলে এই হত্যাকাণ্ডের আরও তদন্তের ভার সিবিআইয়ের হাতে দেওয়া যেতে পারে। এ নিয়ে আমাদের কোনও আপত্তি নেই।” গত বছর ১১ জুলাই কংগ্রেস কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধে বুলেটের আঘাতে মৃত্যু ঘটেছিল পাপাই সাহার। কংগ্রেসের অভিযোগ ছিল, ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ানের চালানো গুলিতেই মারা যান পাপাই। |
|