টুকরো খবর
খুলতে পারে কাফেটেরিয়া
পর্যটক টানতে ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীতে চার বছর আগে বন দফতরের তৈরি ‘কাফেটেরিয়া’ আজও চালু হয়নি। ওই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বন দফতরের উদ্যোগের অভাবে পর্যটক মহলে জয়ন্তীর আকর্ষণ কমছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পূর্ব) জেভি ভাস্কর।
ছবিটি তুলেছেন নারায়ণ দে।
তিনি বলেন, “জয়ন্তী বাজার এলাকায় তৈরি কাফেটেরিয়াটি কয়েক বছর আগে জঙ্গল এলাকার ইকো ডেভলপমেন্ট কমিটির সদস্যদের চালাতে বলা হয়েছিল। ওঁদের কিছু সমস্যা থাকায় তা সম্ভব হয়নি। তবে সেটি দ্রুত চালু করার চেষ্টা চলছে।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা জানান, ‘কোর’ এলাকায় বন্যপ্রাণ আইন মেনে কার সাফারি নিষদ্ধ করা হলেও জয়ন্তীকে ঘিরে পর্যটন শিল্প বিকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। পযর্টকদের জন্য ২৮ মাইল, মধু গাছতলা এলাকায় তিনটি নজরমিনার তৈরির পরিকল্পনা হয়েছে। খরচ হবে ৩০ লক্ষ টাকা। পুখুরি পাহাড়, জয়ন্তী মহাকাল ও চুনিয়া নজর মিনার পর্যটকদের জন্য খোলা হয়েছে। বিধায়ক দেবপ্রসাদ রায় জানান, জয়ন্তীকে ঘিরে পর্যটন শিল্প বিকাশে ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশনের অধিকর্তাকে নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “দ্রুত কমিটির বৈঠক ডেকে ব্যবস্থা নিতে কর্পোরেশনের চেয়ারম্যান খগেশ্বর রায়কে অনুরোধ করেছি। কাফেটেরিয়া চালু করা নিয়েও সেখানে কথা হবে।”

সূচক পড়ল ৪৭৮
বিশ্ব বাজারে তেলের চড়া দামের প্রভাব সোমবার পড়ল ভারতীয় শেয়ার বাজারে। এ দিন সেনসেক্স ৪৭৮ পয়েন্ট পড়ে নেমে যায় গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে নীচে। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের উপর ইউরোপ-আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞার জেরে সে দেশ থেকে অশোধিত তেলের জোগান ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলে ১২৫ ডলারে পৌঁছে যায়। ভারতেও এর প্রভাবে মূল্যবৃদ্ধি ফের ঊর্ধ্বমুখী হতে পারে। সে ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে না, এই আশঙ্কাতেই এ দিন পড়তে থাকে সূচক। বিশ্ব বাজারে মন্দা ভাব তাতে ইন্ধন জোগায়।

বন্ধ থাকবে ব্যাঙ্কও
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজ মঙ্গলবারের ধর্মঘটে ব্যাঙ্ককর্মী এবং অফিসাররাও সামিল হচ্ছে বলে জানাল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স। সংগঠনের আহ্বায়ক গৌতম বসু জানান, কর্মী ও অফিসারদের ৭টি ইউনিয়নই দেশ জুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। এ দিন ধর্মঘট করার জন্য তাঁরা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন-কে নোটিস দিয়েছেন। তাই ধর্মঘটকে বেআইনি বলা যাবে না বলে দাবি তাঁর। গৌতমবাবুর বক্তব্য, পুরনো দাবির ভিত্তিতেই ধর্মঘট হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.