বিদ্যুৎ নিয়ে ভারত-বাংলা আলোচনা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিদ্যুৎ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হল দিল্লিতে। এই ক্ষেত্রে একটি যৌথ স্টিয়ারং কমিটিও গড়া হয়েছে এ দিন। গত মাসে ত্রিপুরা সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, ঢাকা বিদ্যুৎ ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে আগ্রহী। ত্রিপুরায় পালাটানা বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করার অভিপ্রায়ও জানান তিনি। ওই প্রকল্পের উদ্বৃত্ত বিদ্যুৎ যে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, উল্লেখ করেন সে কথাও। আজকের বৈঠকে পালাটানা প্রকল্পের বিদ্যুৎ কেনার বিষয়টি নিয়ে কথা হয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারে নয়াদিল্লি সবুজ সংকেতও দিয়েছে। যৌথ উদ্যোগে খুলনায় ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গঠনের বিষয়ে চুক্তি সই হয়।
|
প্রধানমন্ত্রীর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে আজ এক বিস্ফোরণে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমান্ডু। বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে তিন জন। আহত আরও সাত। ‘নেপাল অয়েল কর্পোরেশন’ এবং কাঠমাণ্ডু জেলা আদালতের মাঝের রাস্তার উপরে আজ এই বিস্ফোরণটি ঘটে। |