ঢাকুরিয়ার আমরি হাসপাতালের কর্তা রাধেশ্যাম অগ্রবালের স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই বলে শুক্রবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায় এবং বিচারপতি তরুণ গুপ্তের ডিভিশন বেঞ্চ। ওই হাসপাতালের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পরে ধৃত সংস্থা-কর্তাদের জামিনের আবেদনের শুনানির সময় আবেদনকারীদের আইনজীবী বলাই রায় বারবার রাধেশ্যাম অগ্রবালের অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। এসএসকেএম হাসপাতালের যে-সব চিকিৎসক অগ্রবালের চিকিৎসা করছেন, তাঁদের তরফে একটি লিখিত রিপোর্ট আদালতে পাঠিয়ে দেওয়ার জন্য পিজি-র সুপারকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অসীম রায়। এ দিন সেই রিপোর্টের ভিত্তিতেই বিচারপতি জানান, চিকিৎসকদের পাঠানো ব্লাড প্রেসার, ইসিজি ও অন্যান্য পরীক্ষার রিপোর্ট থেকে বোঝা যায়, অগ্রবাল এখন সুস্থ এবং স্বাভাবিক।
বলাইবাবু জানান, আলিপুর আদালতের বিচারক বিচারকক্ষ ছেড়ে অ্যাম্বুল্যান্সে গিয়ে অগ্রবালকে দেখেছিলেন এবং তার পরেই পাঠিয়ে দিয়েছিলেন এসএসকেএমে। বিচারপতি তখন বলাইবাবুকে বলেন, বিচারক স্বাস্থ্য-বিশেষজ্ঞ নন। সেই কারণেই হাইকোর্ট অগ্রবালের চিকিৎসক এবং বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখেছে। |
এর পরেই বলাইবাবু সওয়াল করেন, আমরি-কর্তাদের গাফিলতির জন্য যদি ওই দুর্ঘটনা ঘটে থাকে, তা হলেও এতগুলি মানুষের মৃত্যুর দায় কোনও মতেই তাঁদের উপরে চাপানো যায় না। ধৃতদের মধ্যে অনেকেই বয়স্ক। ইতিমধ্যে প্রায় দু’মাস তাঁরা জেল-হেফাজতে রয়েছেন। তদন্তের প্রয়োজনে এই সময়টা যথেষ্ট। তাই তাঁদের জামিন না-দেওয়ার কোনও কারণ থাকতে পারে না।
জামিনের বিরোধিতা করে রাজ্যের পিপি দেবাশিস রায় বলেন, অন্যান্য দুর্ঘটনার সঙ্গে আমরির অগ্নিকাণ্ডকে মিলিয়ে দেখলে চলবে না। এর অন্য গুরুত্ব রয়েছে। ওই ঘটনায় অনেক রোগীর মৃত্যু হয়েছে অসহায় অবস্থায়। কী ভাবে আগুন লাগল, বিচারপতি বারবার তা জানতে চান। হাসপাতালের বেসমেন্টে জমিয়ে রাখা তুলোতেই প্রথমে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কী ভাবে সেই তুলোয় আগুন লাগল, সেই বিষয়ে রাজ্য সরকার এখনও নির্দিষ্ট তথ্য জানাতে পারেনি। আগামী সোমবার পুনরায় এই মামলার শুনানি হবে। |