লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বসিরহাটের রঘুনাথপুরে। পুলিশ জানিয়েচে মৃতের নাম সুবিদ মোল্লা (২২)। তাঁর বাড়ি স্থানীয় গোবিন্দপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি রোড ধরে বাড়ি ফেরার সময় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর সাইকেল আরোহী সুবিদের। লরিচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
ধারাবাহিক শিক্ষাকর্মী সমিতির ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল স্বরূপনগরে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বীণা মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী প্রমুখ। সম্মেলনে শিক্ষাকর্মীরা জানান, গ্রামে গ্রামে গিয়ে গিয়ে নিরক্ষরদের মধ্যে স্বাক্ষরতার প্রচারে গিয়ে সঞ্চালক ১২০০, সহ সঞ্চালক, প্রেরক ৭০০ এবং সহ-প্রেরক ৫০০ টাকা সাম্মানিক হিসাবে পান। সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, সামান্য এই টাকা গত সাড়ে তিন বছর ধরে তাঁরা পাচ্ছেন না। বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য তাঁরা সরকারের কাছে দাবি জানিয়েছেন।
|
গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। আহমেদ মণ্ডল নামে ধৃত ওই দুষ্কৃতীর বিরুদ্ধে মুম্বইয়ে একটি খুনের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতের কাছ থেকে ৩ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার মালতীপুর স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।
|
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের প্রথম বর্ষের বনগাঁ মহকুমা কনভেনশন হয়ে গেল শুক্রবার। উদ্বোধন করেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক পার্থ চট্টোপাধ্যায়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক সমীর ঘোষ চৌধুরী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারিদের এক ছাতার তলায় আসার অনুরোধ জানিয়েছিলেন। সেই কারণেই এই সংগঠন। সরকারের কাজে সাহায্য করাই তাঁদের লক্ষ্য।
|
সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সুন্দরবন এলাকার দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েতের পারঘুমটি পি কে বিবেকানন্দ সঙ্ঘের সংস্কৃতি মঞ্চে সংগঠনের পক্ষ থেকে ৪০০ জন ছেলেমেয়ের হাতে বই-খাতা, সেলেট-পেনসিল এবং মানপত্র তুলে দেওয়া হয়।
|
চোলাই মদের ভাটি উচ্ছেদের দাবিতে আগেই সংগঠিত হয়েছিলেন বাসিন্দারা। শুক্রবার, পথসভা করলেন বিদেশি মদের দোকান করার প্রতিবাদে। সেখানে শান্তি বজায় রেখে মাদকবিরোধী অভিযান করার কথা বলা হয়। সোমবার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খড়দহের বড়বাগানের আদিবাসী পাড়ায় ওই দোকান খোলা নিয়ে গণ্ডগোল চলে। স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়েতে মদের দোকান থাকায় দুষ্কৃতী-আনাগোনা বেড়েছে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সদর) কল্লোল গনাই বলেন, ‘‘ওখানে মদের দোকান করার ছাড়পত্র কমিশনারেট হওয়ার আগেই দেওয়া হয়। তবে অভিযোগ পেলে খতিয়ে দেখব।’’
|
পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার, আগরপাড়ায়। মৃতের নাম শম্ভু পাল (৩৫)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। এ দিন দেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়েরা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, শম্ভুর জামায় লাগানো ধর্মতলা অঞ্চলের একটি দোকানের স্টিকার থেকে পুলিশ তাঁর পরিচয় জানতে পারে। এ দিনই দুপুরে বারুইপুর থানার খাসমল্লিকপুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। |