টুকরো খবর |
প্রাক্তনী মিলনোৎসব |
স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল অ্যালাম্নি অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থ বার্ষিক প্রাক্তনী মিলনোৎসব হল স্টার থিয়েটারে। গাইলেন হৈমন্তী শুক্ল, স্কুলের প্রাক্তনী অলক রায়চৌধুরী। ছিলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে।
|
অন্ন চাই... |
বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সম্প্রতি বিদ্যানগরে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত ২৫০জন শিশুকে ওষুধপথ্য বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোহনচন্দ্র নস্কর এবং নির্বাহী আধিকারিক তিলকমৌলি রক্ষিত।
|
প্রদর্শনী |
‘চিত্রণ স্কুল অফ আর্ট অ্যন্ড ক্র্যাফ্ট’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ছোটদের দু’দিনের চিত্র প্রদর্শনী। সম্প্রতি উত্তর বাকসাড়ার দেশবন্ধু কলোনিতে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে স্কুলের ১৫০ জন ছাত্রছাত্রী। শেষ দিনে ছিল শিক্ষার্থীদের নিয়ে আর্ট ক্যাম্প।
|
নাট্যোৎসব |
সালকিয়া জটাধারী পার্কের রাধারমণ ঘোষ মঞ্চে হয়ে গেল ‘সন্ধানী নাট্যোৎসব’। নাট্যকার দেবকী গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে তিন দিনের এই নাট্যোৎসব উৎসর্গ করা হয়। দু’টি শ্রুতিনাটক-সহ মোট ৯টি নাটকের এই উৎসবের আয়োজক ছিল ‘সন্ধানী শিল্পী ও নাট্যগোষ্ঠী’।
|
উদ্বোধন |
|
বড়িশা রায়চৌধুরীদের বড় বাড়ির সাবর্ণ সংগ্রহশালায় সম্প্রতি ওই পরিবারের সদস্য গীতিকার প্রণব রায়ের স্মরণে স্থায়ী একটি গ্যালারির উদ্বোধন করলেন পরিচালক গৌতম ঘোষ। ছিলেন অভিনেতা অরুণ বন্দ্যোপাধ্যায়ও। সঙ্গের ছবিটি প্রণব রায়ের। ছবি দুটি তুলেছেন গৌতম বসুমল্লিক।
|
আলোচনাসভা |
একুশ শতকের সাংবাদিকতা নিয়ে সম্প্রতি কলকাতা তথ্যকেন্দ্রে আলোচনাসভার আয়োজন করেছিল ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
‘হাওড়া ইউনাইটেড ক্লাব’-এর বাণীবন্দনার প্রাক্ সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে সঙ্ঘ প্রাঙ্গণে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল শিশুশিল্পীদের নৃত্যানুষ্ঠানও। |
|