আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার জন্য ট্রেভর মর্গ্যানের ভরসা তিন ফরোয়ার্ড। শনিবার শিলংয়ের কৃত্রিম ঘাসের মাঠে লাজংয়ের বিরুদ্ধে টোলগে-রবিনের সঙ্গে শুরু থেকেই খেলাতে চান এডমিলসনকে।
লাজংয়ের বাধা টপকাতে শুক্রবার দু’টো ছকে অনুশীলন করালেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। ৪-৪-২ এবং ৪-৩-৩। যদিও অনুশীলনে বেশি জোর দিলেন তিন ফরোয়ার্ডের ছকেই। শিলং থেকে ফোনে মর্গ্যান বলছিলেন, “তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবার জায়গা নেই। তাই লাজংয়ের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। টোলগে, রবিন এবং এডমিলসনকে সামনে রেখে গোলের জন্য ঝাঁপাতে চাইছি আমরা। তবে ৪-৪-২ ছকও তৈরি রাখছি।”
স্টপারে ওপারা-রাজু গায়কোয়াড়। সাইডব্যাক সৈকত সাহা রায়-রবার্ট। জোড়া-তাপ্পি দিয়ে রক্ষণ সামলে নিলেও মাঝমাঠে পেনের বদলি খুঁজতে হিমশিম খাচ্ছেন মর্গ্যান। যদিও লাল-হলুদ কোচের বক্তব্য, “পেনের না থাকাটা অবশ্যই একটা ফ্যাক্টর। সুশান্ত ম্যাথু বা সঞ্জুকে ওই জায়গায় খেলানোর কথা ভাবছি। তবে ৪-৩-৩ ছকে খেললে সেই প্রশ্নটা নেই।” অর্থাৎ পরিষ্কার, পেনের অভাব ঢাকতেই তিন স্ট্রাইকারে খেলতে চাইছেন মর্গ্যান।
লাজং অবশ্য ঘরের মাঠে তিন পয়েন্ট তুলতে মরিয়া। যদিও ইস্টবেঙ্গলের মতো তাদের দলও জর্জরিত চোট-আঘাতের সমস্যায়। প্রধান স্টপার পাশা খেলতে পারবেন না। রেনেডি সিংহের খেলার সম্ভাবনাও কম। লাজং কোচ প্রদ্যুম রেড্ডি ফোনে বললেন, “সুশীল-রেনেডিরা আসায় আমাদের দল এখন অনেক ব্যালান্সড। আমরা অল-আউট খেলব জেতার জন্য। ম্যাথু আর সুশীল সিংহ শুরু করবে ফরোয়ার্ডে।”
এখন দেখার, লাজংকে হারিয়ে ডেম্পোর সঙ্গে পয়েন্টের দূরত্ব কমাতে পারে কি না ইস্টবেঙ্গল!
|
শনিবারে আই লিগ ফুটবল
মোহনবাগান: মুম্বই এফ সি (যুবভারতী, ২-০০),
ইস্টবেঙ্গল : লাজং (শিলং), চার্চিল : হ্যাল (মারগাও) |