অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে একটুর জন্য হারাতে পারল না শ্রীলঙ্কা। পারথে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও এ দিন মাহেলা জয়বর্ধনের দল দুর্দান্ত ফর্মে থাকা মাইকেল ক্লার্কের টিমকে শেষ ওভার পর্যন্ত প্রচণ্ড লড়াই দিয়ে মাত্র ৫ রানে হেরে গেল। এক দিনের ম্যাচের এক বল বাকি থাকতে। জেতার জন্য ২৩২ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.৫ ওভারে অল আউট হয় ২২৬ রানে। ম্যাচের সেরা অ্যাঞ্জেলো ম্যাথেউজ (৭৬ বলে ৬৪) শেষ ১৫ ওভার শেষ তিন টেলএন্ডার নিয়ে ৮৩ রান যোগ করেও শেষরক্ষা করতে পারেননি। পেসার মিচেল স্টার্কের শেষ ওভারে ১৮ রান দরকার ছিল শ্রীলঙ্কার জিততে। প্রথম দু’বলে চার ও ছক্কা মারেন ম্যাথেউজ। কিন্তু পরের দু’বলে দু’রানের বেশি নিতে পারেননি দুই ব্যাটসম্যান। পঞ্চম বলে মরিয়া হয়ে বড় শট মারতে গিয়ে ক্রিশ্চিয়ানের হাতে ধরা পড়েন ম্যাথেউজ। ওয়াকায় টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক জয়বর্ধনে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে পাঠিয়ে সম্মিলীত ভাল বোলিংয়ের জোরে বিপক্ষকে ২৩১ রানে অলআউট করে দেয়। ৪৯.১ ওভারে। মালিঙ্গা, কুলশেখরা, ম্যাথেউজরা পাঁচ বোলারই দুটো করে উইকেট পান। অধিনায়ক ক্লার্ক (৫৭) অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ স্কোরার। এর পরে স্টার্ক, ক্রিশ্চিয়ান-ডোহার্টিদের (তিন জনেরই দু’উইকেট) ভাল বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা একটা সময় ১৪৩-৭ হয়ে গেলেও ম্যাথেউজ প্রায় হারিয়ে দিচ্ছিলেন অস্ট্রেলিয়াকে।
|
বাংলার জয়দীপ কর্মকার অলিম্পিকে যাবেনই। এমনই দাবি করলেন রাজ্য শুটিং সংস্থার প্রেসিডেন্ট বীরেন্দর কুমার ঢাল। তিনি আবার জাতীয় শুটিং সংস্থার ভাইস প্রেসিডেন্ট।প্রোণ রাইফেলে জয়দীপ জাতীয় অলিম্পিক ক্রমপর্যায়ে এক নম্বর থাকলেও, তাঁর বদলে অন্য কাউকে পাঠানোর ব্যাপারে লবি শুরু হয়েছে। বাংলা শুটিং সংস্থার প্রধান কিন্তু স্পষ্ট বলে দিলেন, “আঠেরো তারিখ দল নির্বাচন। অন্যদের নিয়ে আলোচনা হলেও জয়দীপের যাওয়া নিয়ে কোনও সংশয় নেই। আমি জাতীয় সংস্থায় জড়িত। যতই ওকে আটকানোর চেষ্টা হোক, তা হতে দেব না। এখন জয়দীপ শুধু প্র্যাক্টিসে মনঃসেংযাগ করুক। ওকে ও সব নিয়ে ভাবতে হবে না।” শুটিং কর্তার আশ্বাসের পরে জয়দীপ অনেকটাই স্বস্তিতে।
|
জাতীয় গ্রাসকোর্ট টেনিসের মেয়েদের ফাইনালে শনিবার প্রবীণ বনাম নবীন লড়াই। পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন তামিলনাড়ুর রুশ্মি চক্রবর্তী খেলবেন ১৬ বছরের হায়দরাবাদি বৈষ্ণবী রেড্ডির বিরুদ্ধে। এ দিন সাউথ ক্লাবে সেমিফাইনালে রুশ্মির কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন অনেক দিন পর বাংলা থেকে শেষ চার পর্যন্ত ওঠা অমৃতা মুখোপাধ্যায়। রুশ্মি এ দিন অঙ্কিতা রায়নাকে নিয়ে ডাবলস চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর সামনে দ্বিমুকুট জেতার সুযোগ। পুরুষ ফাইনালে মুখোমুখি হচ্ছেন শীর্ষ বাছাই সাকেত মাইনেনি এবং গত বারের চ্যাম্পিয়ন সুরেশ কৃষ্ণ। দু’জনই অন্ধ্রপ্রদেশের।
|
সুব্রত ভট্টাচার্যকে সতর্ক করল আই এফ এ। কলকাতা লিগ জর্জের বিরুদ্ধে ম্যাচে রেফারির দিকে তেড়ে যাওয়ায়। মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসুও অন্য ম্যাচে বেঞ্চে বসায় ক্লাবকে সতর্ক করা হল।
|
রবিবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কলকাতার উদ্যোগে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্টার্ন ইন্ডিয়ার সহায়তায় শহরে হবে অভিনব ‘হুইলস কার ট্রেজার হান্ট।’ ফ্ল্যাগ অফ টাউন হলে, সকাল সাড়ে দশটায়। |