তিন মহারথীর এক সঙ্গে অবসর চান না হ্যাডলি |
কাল হয়তো প্রথম দলে নেই সচিন |
যতই সমালোচনা হোক, রোটেশন নীতি থেকে সরছে না ভারতের টিম ম্যানেজমেন্ট। কাজেই রবিবার অস্ট্রেলিয়া ম্যাচে সচিন তেন্ডুলকরকে প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। সুনীল গাওস্করের মতো ব্যক্তিত্ব বলেছেন, সচিনের সব ম্যাচ খেলা উচিত। রবি শাস্ত্রীর মতে, আগের শ্রীলঙ্কা ম্যাচে সচিন যে ভাবে ব্যাট করেছেন, তাতে রবিবার অস্ট্রেলিয়া ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার কোনও প্রয়োজন নেই। কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে যে ইঙ্গিত মিলছে, তাতে রবিবারের ম্যাচে সহবাগের সঙ্গে ওপেন করবেন আগের ম্যাচে বিশ্রামে থাকা গৌতম গম্ভীর।
বিশ্বকাপের পরে এই টুর্নামেন্টেই প্রথম ওয়ান ডে খেলছেন সচিন। আগের দিন শ্রীলঙ্কা ম্যাচে যথেষ্ট দাপটের সঙ্গে ব্যাট করেছেন। অস্ট্রেলিয়ায় সম্ভবত এটাই তাঁর শেষ সফর। সচিন ভক্তরাও চাইছেন, প্রতিটা ম্যাচেই সচিন খেলুন। ওই দাবি মিটবে এমন কোনও ইঙ্গিত অবশ্য নেই। |
সহবাগ-গম্ভীর জুটি ওপেন করলে কী হবে, পরিসংখ্যান বলছে গত ২২ বছরে অস্ট্রেলিয়া সফরে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত মোটে পাঁচটি ম্যাচ জিতেছে। আরও আশ্চর্যের, ওই পাঁচটি ম্যাচেই ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা ছিল সচিনের। বিশেষ করে ভারতের শেষ সফরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিতে প্রথম বার ট্রফি পেয়েছিল ভারত। তিন ম্যাচের ফাইনালে ভারত জিতেছিল দুটি ম্যাচ। সিডনিতে প্রথম ফাইনালে ১২০ বলে ১১৭ করেছিলেন সচিন। দু’দিন পরে অ্যাডিলেডের দ্বিতীয় ফাইনালে ১২১ বলে করেছিলেন ৯১। এ হেন তেন্ডুলকরকে কি অস্ট্রেলিয়া ম্যাচে বসানো উচিত, এই প্রশ্ন যেমন থাকছে, ঠিক তেমনই বেরিয়ে আসছে যে, ভারতের সাফল্যের জন্য দুই ওপেনারের কাউকে না কাউকে বড় ইনিংস খেলতেই হবে। অস্ট্রেলিয়ায় তিনটি সফরে সহবাগ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন ১০টি ম্যাচ, সর্বোচ্চ মাত্র ৩৭। করেছেন মোট ১৮০ রান, গড় ১৮। গম্ভীর মন্দের ভাল। সাত ম্যাচে করেছেন ২৩০ রান, গড় ৩২.৮৬। রোটেশন নীতি থাকুক বা না থাকুক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ত্রিদেশীয় সিরিজে খেলতে হবে আরও তিনটি ম্যাচ। শ্রীলঙ্কা আজ অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় এই টুর্নামেন্টে এখন দুই ম্যাচে নয় পয়েন্ট পেয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট ভারতের এবং সমসংখ্যক ম্যাচ খেলে শ্রীলঙ্কার এখনও কোনও পয়েন্ট নেই।
এ দিকে, আরও কিছুদিন সচিন, রাহুল ও লক্ষ্মণকে ভারতীয় দলে রাখা উচিত বলে মন্তব্য করলেন প্রাক্তন নিউজিল্যান্ড পেসার রিচার্ড হ্যাডলি। “এক সঙ্গে সচিন, রাহুল ও লক্ষ্মণের অবসরের কথা ভুলেও বলবেন না। এক সঙ্গে এঁদের তিনজনকে আপনারা হারাতে পারেন না। তরুণ ক্রিকেটারদের আরও তৈরি হতে হবে,” বেঙ্গালুরুতে বলেছেন হ্যাডলি। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতীয় নির্বাচকেরা। |