একটি বিয়ের অনুষ্ঠানে বার-নর্তকীদের সঙ্গে নেচে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অস্বস্তি বাড়ালেন সিওয়ান জেলার এক জেডিইউ বিধায়ক। নীতীশের দলের ওই বিধায়ক শ্যামবাহাদুর সিংহ ভাদারিয়া কেন্দ্র থেকে নির্বাচিত। ঘটনাটি জানাজানির পরে দলের মধ্যে তো বটেই, বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন মহলে।
যাঁকে ঘিরে এই বিতর্ক, সেই শ্যামবাহাদুর সিংহ অবশ্য দাবি করেছেন, ওই বিয়ের আসরে তিনি উপস্থিত থাকলেও বার-নর্তকীদের সঙ্গে নাচেননি। তবে, তাঁর সাফাই, “বিহারে বিয়ের অনুষ্ঠানে এ ধরনের নাচ-গান হয়েই থাকে। প্রিয়জনের মিলনোৎসবে আনন্দ করার জন্যই আমন্ত্রিতরা এ সবে মাতেন। এর মধ্যে অন্য কোনও কিছু খোঁজা ঠিক না।
গত বুধবার এই বিধায়ক গোপালগঞ্জ জেলার জাফরা গ্রামে অজয় সিংহ নামে এক ইটভাটার মালিকের বাড়ির বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে নাচ-গানের আসর বসে। সেখানে নাচছিলেন বার-নর্তকীরাও। বিয়ের আসরে অনেকেই যখন তাঁদের সঙ্গে নাচছিলেন, সে সময় ওই বিধায়কও ওই নাচে যোগ দেন। এই দৃশ্য স্থানীয় টিভি চ্যানেলগুলিতেও দেখানো হয়।
এই ঘটনায় কী শাসক জেডিইউ দলে অস্বস্তি বেড়ে গেল? জেডিইউ রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ বলেন, “আমি দু’দিন ধরে পটনায় নেই। তবে ঘটনাটি জানার পরে খোঁজ নিতে বলেছি। কী ঘটেছে আগে জানি। তারপরে এই নিয়ে সঠিক ভাবে বলতে পারব। তবে আমাদের দলের নেতা এবং কর্মীদের সংযত আচরণ এবং একটি নিয়মের মধ্যে থাকার কথা। যদি এই ব্যাপারে তেমন কোনও ঘটনা ঘটে থাকে তা দলের মধ্যে আলোচনা করা হবে।” |