টাকার ব্যাগ ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
একটি গয়নার দোকান থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী। শুক্রবার সন্ধ্যায় কাঁকসা থানার ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। তারা এক রাউন্ড গুলিও ছোড়ে। দোকান মালিকের পায়ে গুলি লাগে। পরে তাঁর মাথায় রিভলভার দিয়ে আঘাতও করে তারা। জখম অবস্থায় গয়না ব্যবসায়ী তাপস দত্তকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ডে দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন গয়না ব্যবসায়ী তাপস দত্ত। হঠাৎ একটি বাইকে চড়ে তিন দুষ্কৃতী তাপসবাবুর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা জানান, তাপসবাবু বাধা দিতেই এক দুষ্কৃতী রিভলভার থেকে এক রাউন্ড গুলি ছোড়ে ও তাঁর মাথায় আঘাত করে। তাপসবাবু পড়ে যেতেই দুষ্কৃতীরা ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ দিকে, গুলির শব্দে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। দুষ্কৃতীরা বাইকটি ফেলে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জঙ্গলে তল্লাশি শুরু করে। তবে রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি। |
একশো দিনের কাজ শুরুর দাবি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
একশো দিনের কাজের বকেয়া টাকা ও কাজ শুরুর দাবিতে তৃণমূলের নেতৃত্বে শুক্রবার কাজোড়া পঞ্চায়েতের সচিব-সহ ছয় কর্মীকে কার্যালয়ে সাড়ে ৩ ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখালেন জব কার্ড হোল্ডাররা। ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মলয় চক্রবর্তীর অভিযোগ, “কালিপুরের কাছে একটি জোড় সংস্কার করেছেন চারশো জন জব কার্ড হোল্ডার। ৩ ফেব্রুয়ারি কাজ শেষ হয়েছে। এখনও মজুরি মেলেনি। এ দিন সকাল ১১টা নাগাদ পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে দেখা যায়, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান নেই। বাকি কর্মীদের ভিতরে রেখে শাটার নামিয়ে দেওয়া হয়।” দুপুর আড়াইটা নাগাদ বিডিও-র আশ্বাসে বিক্ষোভ থামে। পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার টাকা দিয়ে দেওয়া হবে। তার আগেই সোমবার থেকে নতুন প্রকল্পের কাজ চালু হবে। |
খিচুড়ির গামলায় পড়ে জখম শিশু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
অঙ্গনওয়ারি কেন্দ্রে খিচুড়ির গামলায় পড়ে গিয়ে জখম হল আড়াই বছরের একটি শিশু। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নিউ কেন্দা ৪ নম্বর হাটতলা অঙ্গনওয়ারি কেন্দ্রে। ওই কেন্দ্রের এক কর্মী রেখা চট্টোপাধ্যায় জানিয়েছেন, রান্নার সময় দৌড়ে আসছিল শিবম বার্নওয়াল নামে ওই শিশু। কোনও ভাবে গামলায় পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে শিশুটিকে স্থানীয় একটি নাসির্ংহোমে নিয়ে যাওয়া হয়। বিডিও জয়ন্ত দাস জানান, ওই কেন্দ্রের কর্মীরাই তাঁকে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। শিশুটি আপাতত সুস্থ। |