খেলার টুকরো খবর
হারল প্যান্থার
ইউজিসিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়লাভ করল রাধনগর এসি। তারা পান্থার ক্লাবকে ২ উইকেটে হারায়। উখড়া মাঠের খেলায় প্রথমে ব্যাট করে প্যান্থার ক্লাব ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করে। জবাবে রাধানগর এসি ৮ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অয়ন ঠাকুর।

বার্ষিক ক্রীড়া
নরসমুদা জনকল্যাণ সমিতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। ২২টি ইভেন্টে ৬২৫ জন ছাত্র-ছাত্রী যোগ দেন। এছাড়াও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য ৬টি ইভেন্টে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার উদ্বোধন করেন চিকিৎসক সরোজ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুর।

বিবেকানন্দ জয়ী
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হয় আয়োজক সংস্থা। তারা পাঁচগাছিয়া ক্রিকেট একাদশকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে পাঁচগাছিয়া সব ক’টি উইকেট হারিয়ে ১৩১ রান করে। জবাবে বিবেকানন্দ ৩ উইকেটে জয়ের রান তুলে নেয়। অপরাজিত ৯১ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের খালিদ খান।

মিহিজামের জয়
সিয়াকুলবেড়িয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় মিহিজাম ক্রিকেট একাদশ ২ উইকেটে হারায় রূপমপুর যুব সম্প্রদায়কে। প্রথমে ব্যাট করে রূপমপুর যুব সম্প্রদায় সব উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে মিহিজাম ৮ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা বিজয়ী দলের মুকেশ শর্মা।

আন্তঃরেল লিগ
৬৮তম আন্তঃরেল লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার চিত্তরঞ্জন ওভাল মাঠের প্রথম খেলায় জয়ী হল আইসিএফ। তারা পূর্ব রেলকে ২-১ গোলে হারায়। এই মাঠে দ্বিতীয় খেলায় জয়ী হল সিএলডব্লিউ। তারা আরসিএফ-কে ২-১ গোলে হারায়।

কাঁকসায় খেলা
কাঁকসার সিলামপুর হাইস্কুলে শুক্রবার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার পাল জানান, স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে চারশো জন প্রতিযোগী যোগ দিয়েছিল।

মঙ্গলকোটে ফুটবল
প্রদর্শনী ফুটবলে শুক্রবার যোগ দিল মহিলাদের দু’টি দল। মঙ্গলকোটের তরুণ সঙ্ঘের উদ্যোগে শুক্রবার এই খেলা হয়ে গেল স্থানীয় লালডাঙা মাঠে। কলকাতা ফুটবল অ্যাকাডেমি ও সল্টলেক সাইনি ক্লাবের খেলায় ৫-১ গোলে হেরে যায় সাইনি। জয়া রায় দু’টি গোল করে ম্যাচের সেরা হন। দলের হয়ে আরও দু’টি গোল করেন ছমিতা সিংহ। অপর গোল শেফালি চৌধুরীর। সাইনির হয়ে ব্যবধান কমান পম্পা দাস। এই ম্যাচে হাজির ছিলেন মঙ্গলকোট থানার ওসি দীপংকর সরকার ও বিডিও প্রদীপ মজুমদার। বিডিও বলেন, “অশান্ত মঙ্গলকোটকে শান্ত করতে এই ধরনের ম্যাচের আয়োজন করা একান্তই জরুরি।”

জয়ী রাধানগর
ইউজিসিসি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়লাভ করল রাধনগর এসি। তারা পান্থার ক্লাবকে ২ উইকেটে হারায়। উখড়া মাঠের খেলায় প্রথমে ব্যাট করে প্যান্থার ক্লাব ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করে। জবাবে রাধানগর এসি ৮ উইকেটে জয়ের রান তুলে নেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.