বড়দিনের ছুটিতে শিলিগুড়ি মাতবে বিজ্ঞান মেলায়। রবিবার বড়দিনে শিলিগুড়ি গার্লস স্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শিলিগুড়ি গার্লস হাই স্কুলে শুরু হচ্ছে বিজ্ঞান মেলা। পরদিন, ২৬ জানুয়ারি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে শুরু হচ্ছে অল ইন্ডিয়া চিলড্রেন্স সায়েন্স ফেস্টিভ্যাল। বিজ্ঞান মেলায় যেমন সব বয়সের ছেলেমেয়েরা বিজ্ঞানের নানা মডেল নিয়ে হাজির হতে পারবেন। প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিজ্ঞান ভিত্তিক নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অল ইন্ডিয়া চিলড্রেন্স সায়েন্স ফেস্টিভ্যালে হাজির হচ্ছে দেশের নানা প্রান্তের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে পাঠরত দেড়শো পড়ুয়া। সেখানে অংশ নেবে শিলিগুড়ির প্রায় ৪০টি স্কুলের আরও দেড়শো পড়ুয়া। পরস্পরের সংস্কৃতি, চিন্তাভাবনা বোঝার জন্য ভিন জেলা ও ভিন রাজ্য থেকে আগত অতিথি পড়ুয়ারা শহরের ছেলেমেয়ের বাড়িতে রাত কাটাবে। এর আগে জলপাইগুড়িতে এমন সায়েন্স ফেস্টিভ্যাল হয়েছিল। শিলিগুড়িতে কিন্তু এই প্রথম। সায়েন্স ফেস্টিভ্যালকে কেন্দ্র করে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে আগ্রহ তুঙ্গে পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলার কর্মকর্তা তথা সায়েন্স ফেস্টিভ্যাল প্রস্তুতি কমিটির সম্পাদক প্রবীর পাণ্ডা বলেন, “দারুণ সাড়া পাচ্ছি। সায়েন্স ফেস্টিভ্যালে যাঁরা সুযোগ পায়নি তাঁরা বিজ্ঞান মেলায় অংশ নিতে আগ্রহী। শিলিগুড়িতে নয়া প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতেও পড়ুয়াদের সমস্ত ধরনের সুযোগ দিতে তৈরি হচ্ছি।” প্রবীরবাবু জানান, বিজ্ঞান মেলায় সাপ নিয়ে সচেতনতা তৈরি করা ছাড়াও ছাত্রছাত্রীদের আকাশ চেনানো, নতুন নতুন সফটওয়্যারের সঙ্গে পরিচিত করানোর পরিকল্পনা হয়েছে। ভূমিকম্প নিয়ে স্লাইড শো, কুসংস্কার দূর করার ব্যাপারে নানা পরিকল্পনা রয়েছে তাঁদের। বড় দিনে বিজ্ঞান মেলা শুরু হয়ে চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছেলেমেয়েরা বিজ্ঞান মেলায় রাখা প্রদর্শনী দেখতে পাবে। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি দিন বিকেল ৪টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। ফেস্টিভ্যাল চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রবীরবাবু বলেন, “সায়েন্স ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য নবীন প্রজন্মকে বিজ্ঞানমুখি করে তোলা। টানা পাঁচ দিন ধরে তাঁদের নিয়ে বিজ্ঞানের ১০টি বিভিন্ন বিষয়ে কর্মশালা হবে।” সায়েন্স ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন বিশিষ্ট বিজ্ঞানী সমীর ব্রহ্মচারী। অন্য দিকে, বিজ্ঞান মেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ মুখোপাধ্যায়। |