নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিরোধীদের ‘চক্রান্ত’ সম্পর্কে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ‘সজাগ’ করে দিলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন জেলার দলীয় সভাপতিদের নিয়ে শুক্রবার এক বৈঠকে যেমন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বিরোধীরা সরকারকে ‘অপদস্থ’ করার চেষ্টা করছে বলে দলের নেতা-কর্মীদের ‘সতর্ক’ করেছেন, তেমন এ দিনই জেলাশাসক-পুলিশ সুপারদের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টির উল্লেখ করেছেন।
বিষ মদ কাণ্ড থেকে শুরু করে নোদাখালিতে জলে বিষ মেশানোর ‘গুজবে’র প্রেক্ষিতে সরকারকে ‘বিপর্যস্ত’ করার চেষ্টা চলছে বলে তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছেন। সরকারের বিরুদ্ধে ‘চক্রান্তে’র অভিযোগ যেমন ‘প্রশাসনিক’ ভাবে সরকার দেখবে, তেমনই ‘রাজনৈতিক’ ভাবেও তার মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোট সামনে রেখে ১৯ জানুয়ারি তৃণমূল নেতাজি ইন্ডোরে ‘পঞ্চায়েতি রাজ সম্মেলনে’র আয়োজন করছে। তার প্রস্তুতি নিয়েই এ দিন তৃণমূল ভবনে দলের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন মুকুলবাবু। সেখানে বিরোধীদের মোকাবিলা করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুকুলবাবু বলেন, “৩৪ বছর ক্ষমতায় থাকার পর সিপিএম হার মেনে নিতে পারছে না। বিভিন্ন কায়দায় সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। অপদস্থ করার চেষ্টা করছে। জেলা সভাপতিদের বলেছি, ছাত্র-যুব-মহিলা-শ্রমিক দলের সব শাখা সংগঠনের নেতা-কর্মীরা যেন এই চক্রান্ত সম্পর্কে সজাগ থাকে।”
বৈঠকের আগে দলের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক নির্মল ঘোষ প্রমুখের সঙ্গেও আলোচনা করেন মুকুলবাবু। এক শীর্ষ নেতার অভিযোগ, ধান-পাটের সহায়ক মূল্য থেকে শুরু করে সারের দাম বেড়েছে বলে সিপিএম গ্রামের মানুষকে ‘উত্তেজিত’ করার চেষ্টা করছে। চাষিদের ধান-পাটের সহায়ক মূল্য পাওয়া বা ন্যায্য দামে সার পাওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে কথা বলে কী ব্যবস্থা নিয়েছেন, তা-ও মানুষকে জানানোর জন্য নেতারা ‘পরামর্শ’ দিয়েছেন। মুকুলবাবু পরে জানান, সরকারের ‘সাফল্য’ও মানুষের কাছে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি তৃণমূল শুরু করে দিলেও পঞ্চায়েত ভোটে প্রচার কোন পর্যায়ে হবে তার ‘নির্দেশ’ পঞ্চায়েতি রাজ সম্মেলনে দেবেন মমতাই। মুকুলবাবুর কথায়, “আমাদের সরকার কী কী করেছে এবং ভবিষ্যতে কী করবে, তার দিশা ওই সম্মেলনেই দেবেন মুখ্যমন্ত্রী।” |