মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হিটলারের নাতনি’ বলে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ সেলিম। শুক্রবার দলের মালদহ জেলা সম্মেলন উপলক্ষে হবিবপুরে আয়োজিত প্রকাশ্য সমাবেশে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সেলিম বলেন, “শত শহিদের রক্তে লাল ঝান্ডা মাথা উঁচু করে আছে। প্রয়োজনে আরও রক্ত দেব। হিটলারও পারেনি এই লাল ঝান্ডাকে খতম করতে।” এর পরেই তিনি ‘মমতা তো হিটলারের নাতনি’ বলে কটাক্ষ করে বলেন, “একটা ভোটে হেরে আয়লায় উড়ে যাওয়ার মতো সিপিএম উড়ে যাবে না!” শীঘ্রই যে তাঁরা বড় মাপের আন্দোলনে নামবেন সে কথাও ঘোষণা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর এই সদস্য।
পাশাপাশিই, মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন সিপিএমের প্রবীণ নেতা, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তীও। রাজ্য মন্ত্রিসভা নিয়ে শ্যামলবাবুর কটাক্ষ, “রাজ্যের বর্তমান মন্ত্রিসভায় একটাই পোস্ট। সেটা হল মুখ্যমন্ত্রীর পোস্ট। বাদবাকি সব ল্যাম্পপোস্ট!” নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে শ্যামলবাবু বলেন, “এই সরকারে মন্ত্রীরা উল্টে-রাখা কচ্ছপের মতো কেবল হাত-পা নাড়াচ্ছে! এটা কোন মন্ত্রিসভা? এখানে কোনও মন্ত্রীর কাছে যান, তিনি বলবেন, আমি কিছু জানি না। দিদি জানেন। শিক্ষায় প্রতিদিন নিয়ম তৈরি হচ্ছে। হাজার-হাজার ছাত্রদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী, কেউ জানে না। অথচ বামফ্রন্ট সরকার পরিকল্পনা করে কাজ করেছে। কোন অসুবিধা হয়নি।” পরিকল্পনা করে কাজ করলেও নানা ত্রুটি-বিচ্যুতির জন্য মানুষ যে তাঁদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন, সে কথাও জানান সিপিএমের এই প্রবীণ নেতা। তিনি বলেন, “এই শিক্ষা দরকার ছিল। এটা না-হলে আমরা আমাদের ভুল শুধরে নিতে পারতাম না। ঠিক সময়ে আমাদের শিক্ষা দিয়েছে মানুষ। এখন আমরা মানুষের প্রত্যাশা মতো নিজেদের তুলে ধরার চেষ্টা করছি। গত ছ’মাস ধরে সেই প্রক্রিয়া শুরু করেছি। জনগণের কাছে অগ্নিপরীক্ষা দিচ্ছি।” |