রাস্তার হাল ফেরাতে নতুন পর্ষদ মমতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দূরের জেলায় তো বটেই, খাস কলকাতা এবং সংলগ্ন সল্টলেকেও অনেক রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। এই অবস্থায় বেহাল রাস্তা মেরামতি এবং নজরদারির জন্য পৃথক পর্ষদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার কলকাতায় মন্ত্রী -আমলাদের সঙ্গে এক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানান। তিনি বলেন, “প্রস্তাবিত পর্ষদ গড়ে তোলা হবে ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি’ বা জাতীয় সড়ক কর্তৃপক্ষের ধাঁচেই। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে একাধিক বার মমতা রাজ্যের নানা প্রান্তে রাস্তাঘাটের দুর্দশা নিয়ে সরব হয়েছেন। এ দিন তিনি বলেন, “রাজ্যে রাস্তাঘাটের হাল খারাপ। আগের সরকার কিছুই করেনি। অনেক কেলেঙ্কারি হয়েছে। ঠিকাদারদের পাওনা মেটাতেই টাকা ফুরিয়ে গিয়েছে।” রাজ্য স্তরে পৃথক পর্ষদ তৈরি করে মুশকিল আসানের চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই এই বিষয়ে সরকারি ভাবে চূড়ান্ত ঘোষণা হবে। পশ্চিমবঙ্গে প্রায় ২৩৭৭ কিলোমিটার রাস্তা দেখভালের দায়িত্বে আছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর রাজ্য সড়কের রক্ষণাবক্ষণের দায়িত্ব মূলত পূর্ত দফতরের হাতে ন্যস্ত। রাজ্য সড়কের দৈর্ঘ্য প্রায় ২৩৯৩ কিলোমিটার। রাজ্য সড়কের হাল যে ভাল নয়, তা স্বীকার করে নিয়েছেন প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামীও। তবে তিনি বলেন, “রাস্তাঘাটের দুর্দশার মূল কারণ অর্থাভাব। পৃথক পর্ষদ গড়ে রাস্তার হাল ফেরানো যাবে না।” তাঁর দাবি, পূর্ত দফতরের সড়ক শাখার প্রয়োজনীয় পরিকাঠামো আছে। টাকা থাকলে তারাই রাজ্য সড়কের রক্ষণাবেক্ষণ করতে পারে।
|
জেলাতেও বিপর্যয় মোকাবিলা কমিটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রাকৃতিক বিপর্যয় এবং নানা ধরনের দুর্ঘটনায় পরিস্থিতি সামাল দিতে জেলা স্তরে বিপর্যয় মোকাবিলা কমিটি তৈরি করবে রাজ্য সরকার। এখন রাজ্য স্তরে মুখ্যসচিবের নেতৃত্বে এই ধরনের কমিটি আছে। শুক্রবার বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে জেলা স্তরেও বিপর্যয় মোকাবিলা কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা তো আছেই। তা ছাড়াও বিভিন্ন জায়গায় কখনও কখনও চক্রান্ত করে বিপর্যয় ঘটানো হচ্ছে। জেলা স্তরের বিপর্যয় মোকাবিলা কমিটি সব ধরনের সমস্যারই মোকাবিলা করবে।
|
নিজ ভূমি নিজ গৃহ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে জঙ্গলমহলে শুরু হবে ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্প। ফলে ছ’লক্ষ গৃহহীন মানুষ উপকৃত হবেন বলে শুক্রবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। |