পুস্তক পরিচয় ৩...
সীতার ফিরে দেখা
সীতাজ রামায়ণ, সংহিতা অর্নি ও ময়না চিত্রকর। তারা বুকস, ৫৫০.০০
যে কোনও যুদ্ধেই সব থেকে বেশি ঝড়-ঝাপটা নারীই সহ্য করে। রামায়ণ-এর কাহিনিও যে এর অন্যথা নয় বরং বহু মাত্রায় বহু গুণে কঠোর ভাবে সত্যি, তা পটচিত্র আর কাহিনির গতিময়তায় স্পষ্ট করেছেন ময়না চিত্রকর ও সংহিতা অর্নি (সীতাজ রামায়ণ, তারা বুকস, ৫৫০.০০)। সীতার অস্তিত্বের লড়াই আমাদের পরিচিত কিন্তু গ্রাফিক নভেলে ইংরেজি গদ্য ও বাংলার পটের চিত্রময়তার সাবলীল রসায়ন বিশেষ প্রাপ্তি। বইটি খুললেই সমুদ্রনীলে কালো ঢেউয়ের বিন্যাস, তারপর চারটি পাতা জুড়ে কাহিনির চরিত্রমুখের ছবি। এর পরেই তমসাঘন আঁধারে এক চিলতে সাদায়, ‘ফর আ থাউজ্যান্ড ইয়ার্স দ্য দণ্ডক ফরেস্ট স্লেপ্ট’ পাঠকের মনেও জাগিয়ে তোলে পুরনো গল্পকে নতুন আলোয় চিনে নেওয়ার কৌতূহল। তার প্রথম নিরসন পরের পাতায়, সাদা পটভূমির প্রথমেই লেখা ‘আনটিল, ওয়ান ডে, দ্য ডটার অব দি আর্থ কেম’, মাঝে আড়াআড়ি চোখের জলে ভেজা সীতা ও চোখের জলে বিহ্বল ফুলের দল। দণ্ডকারণ্যের সঙ্গে এই যন্ত্রণাক্লিষ্ট অন্তঃসত্ত্বা নারীর সম্পর্কের শুরু, ঘুম-ভাঙানিয়া, দুখ-জাগানিয়া সেই নারীই সীতা, পুরুষ-সমাজ পরিত্যক্ত তিনি, তাঁর নির্বাসনের নিষ্ঠুর সত্য দিয়েই কাহিনি চলতে শুরু করে সীতার ফিরে দেখায়। রাম নয়, সীতার অস্তিত্বের লড়াই নিয়ে সীতার মুখে বলা কথা দিয়েই চিত্রিত ও রচিত হয় পৌরুষ ও বীরত্বের নামে দখলের হিংস্র কাহিনি। এ কাহিনিতে সীতা বোঝেন বালির স্ত্রী তারা ও রাবণের স্ত্রী মন্দোদরীর বেদনা, বিভীষণ-জায়া ত্রিজটার যন্ত্রণা। রামের লঙ্কাজয়ে যে লঙ্কার সব নারী বিধবা, সব শিশু পিতৃহীন হল, সেই অদেখা দিকটি সীতার চোখ দিয়ে পাঠক দেখতে পান। রামকে সম্মান করলেও সমর্থন করতে পারেন না আত্মপ্রত্যয়ী সীতা, নিজের সম্মানরক্ষার্থে পাতাল-প্রবেশকেই শ্রেয় ভাবেন তিনি।
দণ্ডকারণ্যের সঙ্গে ধরিত্রী-কন্যা সীতার নিহিত যোগসূত্রে ইকো- ফেমিনিজমের জোরাল ভিত গাঁথা হয়ে যায়। সীতা কিছু বুঝে ওঠার আগেই হনুমান অশোকবনের ফুললতাপাতা ধ্বংস করতে শুরু করলেন, বন্দিনী হওয়া সত্ত্বেও তিনি প্রকৃতির এই ধ্বংসলীলায় অত্যন্ত ব্যথিত হন। এখানেই সীতা অন্য রকম। তাঁর কথায়, যুদ্ধে জিতলে পুরুষ বীর নায়কের সম্মান পান। যুদ্ধে মৃত্যু হলে তাঁকে পরাজয়ের গ্লানি সহ্য করে জীবনের ভার বইতে হয় না। কিন্তু নারীকে বইতে হয়পুত্রহীনা, স্বামীহীনা বা বন্দিনী দশায়।
মানবিকতার যে পাঠ এই বইটি সম্ভব করেছে, রঙে-রেখায়, বিষয় নিরীক্ষায় এমন বইয়ের বড় বেশি দরকার যুদ্ধ যুদ্ধ খেলায়, ক্ষমতার লড়াইয়ে ব্যাধিগ্রস্ত আন্তঃসম্পর্কের সমস্ত ক্ষেত্রে, বৃহত্তর সমাজ-স্বার্থে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.