|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৪... |
|
কেবল গবেষকই লক্ষ্য |
বইপোকা |
শীত পড়িয়াছে জমাইয়া। এক্ষণে বঙ্গজনের ভ্রমণের কাল। তাহার ভ্রমণকারী মনটি জাগিয়া উঠিয়াছে। কিন্তু বঙ্গভাষায় সেই ভ্রমণের যথার্থ দোসর কই? হিল্লি-দিল্লি-লাহোর ভ্রমণ করিতে চাহিলে অবশ্য ইংরাজি ভাষায় দোসরের অভাব নাই। যাহা ইংরাজিতে সুলভ তাহা বাংলায় কেন নাই, এমত গোঁয়ার বঙ্গপ্রেম আমার নাই। বাঙালি ইংরাজি পড়িতে জানে। কিন্তু ভ্রমণযোগ্য বাংলার হাতের কাছের খবরগুলি দিবে কোন ইঙ্গ-গ্রন্থ? ঘর হইতে শুধু দুই পা ফেলিয়াই যে দিব্য সপ্তাহান্তিক অবসরটি কাটাইয়া আসা যায় সে বিষয়ে খবরাখবরের কোনও নির্ভরযোগ্য সঙ্গী-গ্রন্থ অদ্যাবধি বঙ্গভাষায় প্রকাশিত হইল না! এই আকালে, একটি গ্রন্থের কথা পাঠককে মনে করাইয়া দিতে চাহি। তাহা, বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি (তিন খণ্ড, প্রকাশ ভবন)। সরাসরি ‘গাইড বুক’ বলিতে যাহা বুঝায় এ গ্রন্থ তাহা নহে। কিন্তু পশ্চিমবঙ্গের জেলা ধরিয়া ধরিয়া তাহার সংস্কৃতি এবং আনুষঙ্গিক যে সুখপাঠ্যতা এই গ্রন্থে ধৃত, তাহার তুলনা বিরল। অথচ কেবল সংস্কৃতি-গবেষকদের লক্ষ্য করিয়া নির্মিত হইয়া চলিয়াছে গ্রন্থটি, নিতান্ত অনুজ্জ্বল চিত্র, ততোধিক নিষ্প্রভ মুদ্রণে। অথচ গ্রন্থটির লক্ষ্যপাঠক যদি হইত ভ্রমণপিপাসু আম বাঙালি তবে কাটতি বাড়িত বই কমিত না। তাহার জন্য গ্রন্থটির চেহারা বদলানো দরকার। অসংখ্য চিত্রে শোভন করিয়া তোলা দরকার। তদুপরি কোনও গবেষক যদি তথ্যগুলির নবীকরণ করিয়া দেন ত সোনায় সোহাগা। প্রকাশক বিবেচনা করিবেন, আশা করি। |
|
|
|
|
|