|
|
|
|
পঞ্চম শ্রেণিতে ভর্তি, সমস্যা চলছেই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুলে ভর্তি নিয়ে আরও এক সমস্যা। লটারিতে নাম উঠেছে। তবু, পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারছে না কিছু ছাত্র-ছাত্রী। কেননা তাদের বয়স এখনও ৯ বছর হয়নি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ৯ বছরের কমবয়সীদের পঞ্চম শ্রেণিতে ভর্তি নিলে পরে মাধ্যমিক পরীক্ষার সময়ে রেজিস্ট্রেশন করাতে অসুবিধা হবে। পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড় বলেন, “কিছু ক্ষেত্রে এমন সমস্যা হচ্ছে বলে শুনেছি। লিখিত ভাবে কেউ অভিযোগ জানালে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
ভর্তি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই জেলার বেশ কয়েকটি স্কুলে সমস্যা চলছে। কোথাও সরকারি নির্দেশিকা জারির আগেই ভর্তির পরীক্ষা নিয়ে নেওয়া হয়। কোথাও আবার লটারি করতে গিয়েও গোলমাল বাধে। জেলা শিক্ষা দফতর সূত্রে অবশ্য খবর, এখন আর তেমন সমস্যা নেই। সব স্কুলেই লটারির মাধ্যমে ভর্তির ব্যবস্থা হয়েছে। কিন্তু, লটারিতে নাম উঠেও ‘স্বস্তি’ নেই অনেকের!
কোনও ছাত্রছাত্রীর বয়স ১৫ বছর না-হলে সে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে না। কিছু ক্ষেত্রে ১৫ বছরের কমবয়সী ছাত্রছাত্রীরাও মাধ্যমিক দেয়, কিন্তু তা বিশেষ অনুমতি-সাপেক্ষে। ফলে কম বয়সে পঞ্চম শ্রেণিতে ভর্তি নিলে পরবর্তীকালে মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়ে ফের সমস্যা হতে পারে। আনন্দপুর হাইস্কুলের (বালক) প্রধান শিক্ষক সুবীরকুমার হান্দলের কথায়, “মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়ে যাতে সমস্যা না-হয়, সে দিকে নজর রেখেই পঞ্চম শ্রেণিতে ভর্তি নেওয়া হয়। এ ক্ষেত্রে কম বয়সে ভর্তি নিলে পরে সমস্যা দেখা দেবে।” মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়াও বলেন, “৯ বছর বয়স না-হলে পঞ্চম শ্রেণিতে ভর্তি নেওয়া অসম্ভব।”
হিরাশোল প্রাথমিকের শ্যামাপদ ঘোষ, পিরাকাটা প্রাথমিকের প্রিয়ঙ্কা পাত্র, মালিদা প্রাথমিকের অক্ষয় বেরাএদের সবারই এ বার পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার কথা। কিন্তু, কারও বয়স ৯ হয়নি। ফলে ভর্তি হতে পারছে না। এ ক্ষেত্রে কী করণীয়, তা জানতে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকেরা। পরে প্রধান শিক্ষকের পরামর্শ মতো তাঁরা দেখা করেন অবর বিদ্যালয় পরিদর্শক (সদর দক্ষিণচক্র) অরুণাভ প্রহরাজের সঙ্গে। তাঁর কাছে লিখিত ভাবে সমস্যার কথা জানানো হয়। অরুণাভবাবু বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের একাংশ মনে করছেন, আগে শিক্ষাবর্ষ শুরু হত মে মাস থেকে। এ বার তা জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সে কারণেই বয়স নিয়ে ‘জট’ তৈরি হয়েছে। এ বার আবার নতুন করে জারি সরকারি নির্দেশে মনে করানো হয়েছে, ছাত্রছাত্রীর বয়স ৫ বছর না-হলে যেন তাকে প্রথম শ্রেণিতে ভর্তি না নেওয়া হয়। সেই হিসাবে ৯ বছর বয়স না হলে পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে সমস্যা হচ্ছে। তবে স্কুলে ভর্তি নিয়ে এই সমস্যাও মিটে যাবে বলেই আশা করছেন শিক্ষাবিভাগের আধিকারিকেরা। |
|
|
|
|
|