|
|
|
|
উত্তরপ্রদেশ |
ফেব্রুয়ারিতেই ভোট সারতে চায় নির্বাচন কমিশন |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই ঘোষণা করার পরিকল্পনা নিল নির্বাচন কমিশন।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, উত্তরপ্রদেশে পাঁচ দফায় নির্বাচন সম্পন্ন করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ৩ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে ওই রাজ্যে নির্বাচন পর্ব সেরে ফেলা হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। উত্তরপ্রদেশ ছাড়া আরও যে চার রাজ্যে নির্বাচন আসন্ন, সেই গোয়া, মণিপুর, পঞ্জাব এবং উত্তরাখণ্ডেও মার্চের মধ্যেই ভোট সেরে ফেলার পরিকল্পনা রয়েছে কমিশনের। কমিশন সূত্রে জানানো হয়েছে, পঞ্জাব, উত্তরাখণ্ড ও মণিপুরে মার্চের মধ্যে ফল প্রকাশ করে সরকার গড়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই আর দেরি না করে চলতি বছরের শেষেই নির্বাচনের দিন ঘোষণা করে দিতে চাইছে কমিশন।
আজ পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচনের খুঁটিনাটি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংহ। কমিশন জানিয়েছে, বৈঠকে পাঁচ রাজ্যের নির্বাচন সম্পন্ন করতে মোট কত কোম্পানি আধা সামরিক বাহিনী লাগবে তা নিয়ে আলোচনা হয়। কমিশন জানিয়েছে, পাঁচ রাজ্যের জন্য আপাতত ৮০ হাজার আধা সেনা পাঠাবে কেন্দ্র। আপাতত ঠিক হয়েছে, উত্তর-পূর্বে যে বাড়তি আধা সামরিক বাহিনী রয়েছে, মূলত তাদেরই ভোটের কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি পঞ্জাব ও মণিপুরে ভোটের সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে গোয়েন্দা রিপোর্ট যে আশঙ্কার কথা জানানো হয়েছে, তা নিয়েও দু’পক্ষের মধ্যে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়।
ভোটের দিনক্ষণ নিয়ে রাজধানীতে গত কয়েক দিন ধরে টালবাহানা চললেও নির্বাচন কমিশন কিন্তু এ মাসের মাঝামাঝি নির্ঘণ্ট প্রকাশ করে ফেলার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু তাতে বাদ সাধেন মায়াবতী। রাজ্যে বার্ষিক পরীক্ষা রয়েছে, এই যুক্তিতে তিনি এপ্রিল-মে মাসে ভোট করতে চেয়ে দরবার করেন কুরেশিদের কাছে। কিন্তু নির্বাচন কমিশনের কড়া আপত্তিতে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে বাধ্য হন তিনি। এখন কমিশন চাইছে ফেব্রুয়ারির মধ্যে ওই রাজ্যে নির্বাচন সেরে ফেলতে। ভোটের দিন নিয়ে সব মহলে যে জল্পনা শুরু হয়েছে, তা নিয়ে কুরেশির বক্তব্য, “খুব দ্রুত ভোটের দিনক্ষণ জানানো হবে। আশা করছি তাতেই সব জল্পনা শেষ হবে।” |
|
|
|
|
|