স্কুলে স্কুলে অগ্নিনির্বাপণের ব্যবস্থা
পরিকাঠামো নিয়ে ক্ষোভ দমকলকর্মীদের মধ্যে
রিকল্পনা, পরিকাঠামোর অভাব-সহ নানা অব্যবস্থার মধ্য দিয়ে চলছে বোলপুরের অগ্নিনির্বাপণ ব্যবস্থার মতো জরুরি পরিষেবা। এর ফলে বোলপুর মহকুমা এলাকার বাসিন্দাদের মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি পরিকাঠামো না থাকায় ক্ষোভ দেখা গিয়েছে দমকল কেন্দ্রের কর্মীদের মধ্যেও।
বোলপুরের অগ্নিনির্বাপণ কেন্দ্রটি ‘টু পাম্প স্টেশন।’ এই টু পাম্প স্টেশনে যে সমস্ত পরিকাঠামো থাকা দরকার বেশির ভাগই এখানে নেই বলে ক্ষোভ কর্মীদের মধ্যে। এর ফলে যে কোনও সময়ে পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা তাঁদের। পাশাপাশি এখানে কর্মীর অভাবও রয়েছে। দমকলকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এখানে ৩৬ জন ‘ফায়ার অপারেটরে’র জায়গায় ২৯ জন আছেন। ৯ জনের জায়গায় ৮ জন চালক রয়েছেন। দীর্ঘদিন ধরে তিন জন সাবঅফিসারের পদ খালি আছে। সম্প্রতি ওই পদে এক জন যোগ দিয়েছেন।
এ তো গেল কর্মীদের অভাবের কথা। গ্রামাঞ্চলে সাধারণত দমকলের ছোট গাড়িগুলি যায়। প্রায় এক বছর ধরে ওই ধরনের একটি গাড়ি অকেজো হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষ তা সারানোর কোনও ব্যবস্থা করছে না বলে অভিযোগ কর্মীদের। বিভিন্ন সময়ে তিন কর্মীসংগঠন দমকলকেন্দ্রের পরিকাঠামো নিয়ে সরব হয়েছে। ওই কর্মীসংগঠনগুলির মধ্যে কংগ্রেসের জাতীয়তাবাদী দমকল কর্মচারী সংগঠনের বোলপুর শাখার সাধারণ সম্পাদক অনিমেষ চট্টোপাধ্যায় বলেন, “একটি টু পাম্প স্টেশনে সাধারণত ৬টি অগ্নিনিরোধক পোশাক থাকা দরকার। কিন্তু এখানে একটিও নেই। অগ্নিনিরোধক গ্যাস ও পাউডারের যোগানও কম।” তাঁর দাবি, “কর্মীদের অভাব থাকার জন্য যে কজন কর্মী আছেন তাঁদের উপরে চাপ বাড়ছে। সেই মতো তাঁদের পারিশ্রমিক কম। শুধু তাই নয়, কর্মীদের থাকার জায়গার অভাবও আছে। এ সব ব্যাপারে বহুবার লিখিত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কাজ হয়নি।”
একই অভিযোগ তৃণমূলের দমকল কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবর রহমান ও বাম সংগঠনের ফায়ার সার্ভিস ওয়ার্কাস ইউনিয়নের বোলপুর শাখা সভাপতি অরুণ চট্টোপাধ্যায়েরও। তাঁদের আরও অভিযোগ, “সাধারণত দমকলকেন্দ্রেরর আধিকারিকদের তিনটি পর্যায়ে ডিউটি করতে হয়। কিন্তু এখানে আধিকারিক তা করেন না। কোথাও আগুন লাগলে তিনি যান না। শুধু অফিস সামলান।” বোলপুর দমকল কেন্দ্রের ওসি শেখ আব্বাস অবশ্য বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। এইকেন্দ্রে কর্মী সমস্যা থেকে শুরু করে পোশক সংক্রান্ত যে সমস্যা রয়েছে পর্যায়ক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
সুরুলের বাসিন্দা আলি মোহন মির্জা জানান, ১২ ডিসেম্বর তাঁর দোকানে আগুন লেগেছিল। তাঁর দোকান থেকে ৬ কিলোমিটার দূরে দমকলকেন্দ্র রয়েছে। অথচ অনেক দেরিতে দমকলের গাড়ি আসে বলে অভিযোগ। ১৪ ডিসেম্বর নানুর থানার খুজুটিপাড়া এলাকায় পাইতারা গ্রামে হুমায়ুন শেখের দোকানে আগুন লাগে। পাশে গোয়ালঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকল দেরিতে আসে বলে বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছিলেন। দমকলকর্মচারীদের একাংশের দাবি, খারাপ রাস্তা, যানজটের জন্য সময় মতো ঘটনাস্থলে পৌঁছনো যাচ্ছে না। এর ফলে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
অন্য দিকে, আমরি কাণ্ডের পরে কিছুটা হলেও নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জেলার অধিকাংশ প্রাথমিক স্কুলে কাঠ দিয়ে আগুন জ্বেলে রান্না হয়। ক্লাসঘর লাগোয়া জায়গায় রান্না হয়। যে কোনও সময়ে আগুন লেগে যেতে পারে। এ কথা মাথায় রেখে জেলার ৬টি পুরসভার ঘনবসতিপূর্ণ এলাকায় ৬৬টি প্রাথমিক ও ১১টি আপার প্রাথমিক স্কুলে সম্প্রতি অগ্নিনির্বাপণের ব্যবস্থা হয়েছে বলে জেলা প্রাথমিক সংসদের সভাপতি রাজা ঘোষ জানিয়েছেন। বাকি জেলার ২৩০৩টি প্রাথমিক স্কুলে অগ্নিনির্বাপণের ব্যবস্থা করা ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে বলে রাজা ঘোষ জানিয়েছেন।
তবে এখনও পর্যন্ত বীরভূম জেলা পরিষদভবন, রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে, জেলা ক্রীড়া সংস্থার মাঠ প্রভৃতি জায়গাগুলির কোথাও অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। বছর কয়েক আগে জেলা পরিষদ ভবনের তিন তলায় একটি গুদামে আগুন লেগেছিল। দমকল এসে আগুন নেভায়। এর পরেও হুঁস ফেরেনি। এখনও পর্যন্ত গোটা ভবনের কোথাও অগ্নিনির্বাপণের ব্যবস্থা হয়নি। তেমনি রবীন্দ্র সদনেও অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। সেখানে নাটক, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি ও রাজনৈতিক দলের সভা হয়। ২০০৩ সালে উদ্বোধন হওয়া ইন্ডোর স্টেডিয়ামেও অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, “সর্বশিক্ষা মিশনের টাকায় সব প্রাথমিক স্কুলে অগ্নিনির্বাপণের ব্যবস্থা করা হবে। প্রশাসনের আওতাধীন সংস্থাগুলিতেও খুব শীঘ্রই অগ্নিনির্বাপণের ব্যবস্থা করা হবে।” তিনি জানান, এ ব্যাপারে প্রশাসন ও দমকলের আধিকারিকদের নিয়ে বৈঠকও হয়েছে। দমকলের সিউড়ি স্টেশনের সুপার জয়দেব ঘোষাল বলেন, “আগামী মাসের মাঝামাঝি সময়ে সব জায়গায় অগ্নিনির্বাপণের ব্যবস্থা চালু করার জন্য জেলাশাসক নির্দেশ দিয়েছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.