ভিয়েতনামের এমপি-রা চাইছেন মমতার ‘ছোঁয়া’
শ্চিমবঙ্গে সাড়ে তিন দশকের কমিউনিস্ট শাসনের অবসান যাঁর দৌলতে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এখন দেখা করতে উদ্গ্রীব কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের বিশেষ প্রতিনিধিদল। দিন সাতেকের ভারত সফরে সম্প্রতি দিল্লি এসেছে সে দেশের ১০ জন পার্লামেন্ট সদস্যের ওই দলটি। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলির সঙ্গে দেখা করার পাশাপাশি পশ্চিমবঙ্গে যাওয়ারও আগ্রহ দেখিয়েছেন ওই এমপি-রা।
ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হো চি মিনের সফর ঘিরেই এক সময়ে উত্তাল হয়েছিল শহর কলকাতা। ‘তোমার নাম আমার নাম... ভিয়েতনাম, ভিয়েতনাম’ স্লোগান উঠেছিল এই পশ্চিমবঙ্গেই। কমিউনিস্ট দুর্গের পতন সত্ত্বেও যে ভাবে ভিয়েতনামের দলটি পশ্চিমবঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে আগামী ২৯-৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে যাবে দলটি। চিকিৎসা পরিকাঠামো এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে তাঁদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের মতো সম্প্রতি ভিয়েতনাম সরকারও প্রকাশ্যে ধূমপান বন্ধের নির্দেশ জারি করেছে। ভারতে ওই নিষেধাজ্ঞা জারির পরে কতটা সাফল্য এসেছে, তা জানতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন ওই প্রতিনিধিরা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পি কে প্রধান-সহ একাধিক শীর্ষ স্বাস্থ্যকর্তা। সুদীপবাবু বলেন, “প্রকাশ্যে ধূমপান কিছুটা কম হলেও জর্দা বা গুটখা খাওয়ার প্রবণতা এ দেশে যে বৃদ্ধি পাচ্ছে তা সাংসদদের জানানো হয়েছে।” ভিয়েতনামের মতো এ দেশেও নারী ও পুরষের অনুপাতে ফারাক। কেন্দ্র এই সমস্যা দূর করতে কী পদক্ষেপ করছে, তা-ও জানতে চান প্রতিনিধিরা। গরিবদের স্বাস্থ্য বিমা বা সরকারি হাসপাতালে নিঃশুল্ক পরিষেবা দেওয়ার মতো বিষয় নিয়েও দু’পক্ষের কথা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.