একশো দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিক কর্মীদের ডাকঘরের পাশবই দিচ্ছেন না ডাকঘর কর্তৃপক্ষ, এই অভিযোগে শুক্রবার বারাবনির পানুড়িয়া ডাকঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের পক্ষে পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ অভিযোগ করেন, বারবার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করছেন না ডাকঘর কর্তৃপক্ষ। পরে বিকেলে পুলিশের উপস্থিতিতে সমস্যার সমাধান হয়। ডাকঘর প্রধান ধনঞ্জয় উপাধ্যায় জানান, দু’এক দিনের মধ্যেই পাশবই তৈরি করে দেওয়া হবে। সাংসদের অনুদান। রানিগঞ্জে ঊর্দু হাইস্কুল ও পাবলিক লাইব্রেরিকে নিজের তহবিল থেকে অনুদান দিলেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী। তিনি জানান, স্কুলের ভবন গড়তে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং গ্রন্থাগারকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
|
কয়েক জন কংগ্রেস সদস্য পুরসভার কাজকর্ম সম্পর্কে মিথ্যা প্রচার করছে, এই অভিযোগে শুক্রবার সকাল ১১টা নাগাদ আসানসোলে মিছিল করল তৃণমূল। মিছিল শেষে স্টেশন মোড় ও জি টি রোডের সংযোগস্থলে একটি সভাও হয়। এই মিছিল ও সভার জেরে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। মেয়র তাপসবাবুর দাবি, “সংখ্যায় বেশি দলীয় সমর্থক চলে আসায় কিছু সমস্যা হয়েছে। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।” তাঁর অভিযোগ, কয়েক জন কংগ্রেস সদস্য পুরসভার কাজকর্মের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছেন। আসানসোলের কলেজগুলিতে জয়ী টিএমসিপি-র প্রতিনিধিদের অভিনন্দন জানানো ও পুরসভার কাজকর্ম জনগণকে জানাতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার ঘণ্টাখানেক জি টি রোড অবরোধ করেছিল কংগ্রেস। এ দিন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দাবি করেন, “পাল্টা হিসেবে এই মিছিল করে ওঁরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।”
|
পরীক্ষার্থীদের প্রশিক্ষণ শিবির |
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা খরচে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জামুড়িয়ার সহমত। নজরুল শতবার্ষিকী ভবনে ১০ জন শিক্ষক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন ও কী করে পরীক্ষা হলের ভীতি কাটবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বুধবার থেকে শুরু হওয়া এই শিবিরের শেষ দিন, বৃহস্পতিবার বিকেলে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রানিগঞ্জের সিআই গদাধর ভট্টাচার্য ও শিক্ষক ভবেশ চট্টোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে আব্দুল কায়ুম জানান, ৪৭৯ জন ছাত্র-ছাত্রী এই শিবিরে যোগ দেয়।
|
ডিএভি মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণি সভা আয়োজিত হল। দু’দিনের এই উৎসবে পড়ুয়ারা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ছিলেন মহকুমাশাসক আয়েষা রানি এ, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সিইও পঙ্কজকুমার বাজাজ, সিআরপিএফ-এর ডিআইজি অশোক প্রসাদ, ডিএভি রাঁচি জোনের ডিরেক্টর এলআর সাইনি প্রমুখ। কৃতি পড়ুয়াদের পুরস্কার দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ পাপিয়া মুখোপাধ্যায় জানান, এই উৎসবে পড়ুয়ারা প্রতিভা বিকাশের সুযোগ পায়। |