খেলার টুকরো খবর
ফুটবলারকে সংবর্ধনা

সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই প্রাক্তন ফুটবলার ও ভলিবলারকে সংবর্ধনা দিল শাঁখারিপুকুর অগ্রদূত সঙ্ঘ। তাঁরা হলেন সন্দীপ নন্দী, দেবাশিস কোনার, ধর্মদাস বেতাল ও সুবীর কুণ্ডু। সংবর্ধিত হন বর্ধমানের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সৈয়দ মোশারফ আজমও। ক্লাব সম্পাদক বিবেকানন্দ সেন বলেন, “এক বছর ধরে ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমারা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছি। ভলিবল লিগে আমরা পরপর চ্যাম্পিয়ন হয়েছি। এ বছর থেকে ফের আমরা ফুটবল লিগে যোগ দেব।”

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট

জেলা আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ফাইনালে আসানসোল মুখোমুখি হচ্ছে বর্ধমানের। শুক্রবার সেমি ফাইনালে আসানসোল কালনাকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কালনা করে ৩৩.৫ ওভারে ১২৩। দলের রাহুল ঘোষের ৩০-ই সর্বোচ্চ। আসানসোলের রঞ্জিত শর্মা ১৭ রানে দুই উইকেট দখল করেন। আসানসোল করে ২৬.৩ ওভারে ১২৫-৪। দলের রঞ্জিত শর্মা করেন অপরাজিত ৪২। কালনার মিলন মণ্ডল ২৮ রানে দুই উইকেট দখল করেন।

স্মৃতি ক্রিকেট

বারাবনি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল চিত্তরঞ্জন বালক সঙ্ঘ। তারা আরসি একাদশকে ১২ রানে হারায়। দোমহানি মাঠে প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন বালক সঙ্ঘ ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। জবাবে আরসি একাদশ ১৪৯ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৭০ রান করে ম্যাচের সেরা হন জয়ী দলের বিট্টু মাজি।

টি-টোয়েন্টি ক্রিকেট

এইচসিএল ফাইভ স্টার ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবার খেলায় এইচসিএল বয়েজ ক্লাব ৬৯ রানে কুসুমকানালি সিসিকে হারায়। এইচসিএল মাঠে প্রথমে ব্যাট করে বয়েজ ক্লাব ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। জবাবে কুসুমকানালি ৮৭ রানেই সব উইকেট হারায়। সর্বোচ্চ অপরাজিত ৭১ রান করে ম্যাচের সেরা জয়ী দলের মুরলী শর্মা।

ফাইনালে খণ্ডঘোষ


পিপিএস কাপ

শহরের কাঞ্চননগর রথতলায় সারা রাজ্য পিপিএস কাপের খেলা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এতে আটটি জেলার ১৬টি দল যোগ দিয়েছে। প্রথম ম্যাচে গোলাঘাট ভারত সঙ্ঘ ৭ উইকেটে হারায় আরামবাগ ব্লুস্টার ক্লাবকে। প্রতিযোগিতার উদ্বোধন করেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়।

সুপার ডিভিশন লিগ

সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা চলছে দুর্গাপুরের এমএএমসি মাঠে। নিজস্ব চিত্র
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হল ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তারা এমএএমসি মাঠের খেলায় শ্রমিক নগর স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে শ্রমিক নগর ৯ উইকেটে ১৭৮ রান তোলে। বিলাস সিংহ লামা ৫৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে ফেলে ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের হয়ে বিলাস বিশ্বাস ৪৯ রান করেন। ম্যাচটি পরিচালনা করেন পিকে খান ও চন্দন চট্টোপাধ্যায়।

স্মৃতি ক্রিকেট

বারাবনি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল চিত্তরঞ্জন বালক সঙ্ঘ। তারা আরসি একাদশকে ১২ রানে হারায়। দোমহানি মাঠে প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন বালক সঙ্ঘ ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। জবাবে আরসি একাদশ ১৪৯ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৭০ রান করে ম্যাচের সেরা হন জয়ী দলের বিট্টু মাজি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.