|
|
|
|
অবস্থান গলসি ব্লক অফিসে |
সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়ায় গোলমাল রয়েছে, এই অভিযোগে শুক্রবার গলসি ১ ব্লকের ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ করেন চাষিরা। ব্লক অফিসের এক কর্মীর সঙ্গে বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বুদবুদ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল ৩টা নাগাদ বিডিও-র আশ্বাসে বিক্ষোভ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ গলসি থানার শিড়োরাই গ্রামের চাষিরা রাজ্য সরকারের সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়ায় নানা সমস্যার অভিযোগ তুলে গলসি ১ ব্লক অফিসে জড়ো হন। তখন বিডিও নিরঞ্জন কর অফিসে ছিলেন না। চাষিরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, সেই সময় বিডিও অফিসের কর্মী অনুপ সেনগুপ্তের সঙ্গে কয়েক জন চাষির বচসা বাধে। বুদবুদ থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। চাষিদের অভিযোগ, তাঁদের অনেককেই যে চেক দেওয়া হয়েছে তার তারিখ ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের। যার অর্থ, টাকা পেতে অপেক্ষা করতে হবে দীর্ঘ দিন।
বিক্ষোভকারী চাষিদের পক্ষে বুধন মণ্ডল বলেন, “আমরা ক্ষুদ্র চাষি। এই অবস্থায় আমাদের সংসার চলবে কী করে? সমস্যা মেটাতে আমরা ব্লক অফিসে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছি।” পরে পুলিশের উপস্থিতিতে চাষিদের দাবি-দাওয়া শোনেন বিডিও নিরঞ্জন কর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এর পরেই বিক্ষোভ উঠে যায়। অন্য দিকে, সরকারি সহায়ক মূল্যে ধান, পাট, আলু ক্রয় করা, সার নিয়ে কালোবাজারি বন্ধ করা, গ্রামসভার বৈঠক ডাকা, চোলাই মদের কারবার বন্ধ করা-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার বুদবুদ বাজার ইন্দিরা গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করল কংগ্রেস। বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কংগ্রেস কমিটির সভাপতি সুদেব রায় জানান, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। স্থানীয় কংগ্রেস নেতা জয়গোপাল দে জানান, শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মী-সমর্থকরা এ দিনের এই অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছিলেন। |
|
|
|
|
|