সরকারকে দুষছে বাম
পুলিশ দিয়ে রাজনৈতিক প্রচারের অভিযোগ
পুলিশকে ব্যবহার করে সরকারের ‘রাজনৈতিক বক্তব্য’ প্রচারের অভিযোগ আনলেন বিরোধীরা। ‘জঙ্গলমহলের মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন’ শীর্ষক একটি প্রচারপত্র পুরুলিয়ার বোরো এলাকায় বিলি করা হয়েছে বলে বৃহস্পতিবার
অভিযোগ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সরকারের ‘সিলমোহর’ ছাড়া কোনও প্রচারপত্র পুলিশ বিলি করতে পারে কি না, সেই প্রশ্নই তুলেছে বাম শিবির। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এমন কোনও প্রচারপত্রের পরিকল্পনা সরকার করেনি। ফলে, গোটা বিষয়টিই ‘রাজনৈতিক’ মাত্রা পেয়েছে।
পুলিশকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহারের অভিযোগ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বারবার তুলতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁর সরকারের বিরুদ্ধে একই রকম অভিযোগ এনেছে বিরোধী বামেরা। চার পাতার ওই প্রচারপত্রে জঙ্গলমহলে মমতার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ দেওয়া হয়েছে। প্রচারপত্রের গোড়ায় অলচিকি লিপিতেও কয়েকটি লাইন লেখা রয়েছে। ‘বামফ্রন্টের অপশাসনের অবসান’ ঘটিয়ে সরকার পাঁচ মাসে কত কাজ করেছে, সে কথা বলার পাশাপাশিই মাওবাদীদের কাছে ‘ভুল পথ’ ছেড়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার আবেদন করা হয়েছে।
বামফ্রন্টের অভিযোগ, বোরো থানা এলাকায় পুলিশের ভাড়া-করা একটি গাড়ি (ডব্লিউ বি-৫৬সি ০০১৩) থেকে কাগজটি প্রচার করা হয়েছে। সূর্যবাবু বলেন, “সরকারি আবেদনে যে প্রিন্টার্স লাইন থাকে, এখানে নেই। এই কাজ খুব সংবিধানসম্মত হচ্ছে কি?” জঙ্গলমহলে এখন খাদ্য দফতরের একগুচ্ছ কর্মসূচি চলছে। কিন্তু খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ দিন বলেন, “সরকার তো এমন কোনও পরিকল্পনা করেনি! এই প্রচারপত্র সরকারের কিছু নয়। কে করেছে, বলতে পারব না।”
খাদ্যমন্ত্রী এ কথা বললেও এ দিন দুপুরে বোরো থানার পুলিশ কয়েকটি গ্রামে ওই লিফলেট বিলি করেছে বলে স্থানীয় সূত্রেও জানা গিয়েছে।
পুরুলিয়ার পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরীও বলেছেন, “এটা নতুন কিছু নয়। জঙ্গলমহলের মানুষকে সরকারের উন্নয়ন কাজ সম্পর্কে অবহিত করাই এই প্রচারের লক্ষ্য। এই ধরনের প্রচার সরকারি প্রকল্পেরই আওতাভুক্ত।”
পুলিশ সূত্রের খবর, এই লিফলেট মহাকরণ থেকেই এসেছিল। সেগুলিতে মুখ্যমন্ত্রীর ছবিও রয়েছে। তবে ‘সরকার কর্তৃক প্রচারিত’ এই কথাটি লেখা না থাকায় প্রাথমিক ভাবে জেলার পুলিশ কর্তাদের মধ্যে লিফলেট বিলি করা নিয়ে বিভ্রান্তি ছিল। বোরো, বলরামপুরের মতো মাওবাদী প্রভাবিত একাধিক থানায় লিফলেটগুলি পাঠানোও হয়েছে। পুলিশের এক কর্তা বলেন, “এর আগে পশ্চিম মেদিনীপুরেও সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কিত এমন লিফলেট দেওয়া হয়েছে। পুলিশে নিয়োগের জন্য সম্প্রতি ওই জেলায় বেকার যুবক-যুবতীরা যখন লাইন দিয়েছিলেন, তখনও তাঁদের হাতে এই ধরনের লিফলেট দেওয়া হয়েছিল বলে আমি শুনেছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.