নিজস্ব সংবাদদাতা • মেজিয়া |
কারখানায় চাকরির দাবিতে জমিদাতারা অনশনে বসেছেন। মঙ্গলবার থেকে ১১ জন জমিদাতা মেজিয়া পল্লী পাঠাগারের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের নেতৃত্বে থাকা আলোক চক্রবর্তী’র দাবি, “জেমুয়া মৌজায় একটি স্পঞ্জ আয়রন কারখানা তৈরির সময়ে আমরা জমি বিক্রি করেছিলাম। কারখানা কর্তৃপক্ষ আমাদের চাকরি দেবে বলে জানিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তা দেয়নি। এমনকি প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।” বাঁকুড়ার মহকুমাশাসক শ্যামল মণ্ডল বলেন, “কারখানা কর্তৃপক্ষ ও জমি বিক্রেতাদের সমস্যাটি মিটিয়ে নেওয়া উচিত।” কারখানাটির প্রশাসনিক ম্যানেজার ওমপ্রকাশ সারাওগি বলেন, “আমরা কারখানাটি একবছর আগে কিনেছি। আগের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে জমি বিক্রেতাদের কী কথা হয়েছিল জানি না। লিখিত ভাবে সেরকম চুক্তিও পাইনি। এত লোকজনকে চাকরি দেব কী করে?”
|
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
পড়শিকে খুন করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি সাঁতুড়ি থানার দেউলবেড়িয়া গ্রামের। ওই গ্রামের বাসিন্দা দেশবন্ধু মুর্মুকে (৪০) খুন করার অভিযোগে পুলিশ অর্জুন মাণ্ডি ও সোমলাল মুর্মুকে গ্রেফতার করে। মঙ্গলবার স্থানীয় বাড়ন্তি জঙ্গল থেকে পুলিশ দেশবন্ধুর দেহ উদ্ধার করেছিল। তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে ওই দু’জনকে ধরে। বৃহস্পতিবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ২ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে পেশায় দিন মজুর দেশবন্ধু নিখোঁজ ছিলেন। পরে দেহটি উদ্ধার করার পরে পুলিশ তাঁর পরিচয় জানতে পারেন। তাঁর মাথায় পিছনে সামান্য আঘাত ছিল। পুলিশের দাবি, ওই দু’জন দেশবন্ধুকে শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তবে খুনের কারণ নিয়ে পুলিশ জানাতে পারেনি।
|
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ এক ছাত্রী। মাম্পি মণ্ডল নামে ওই ছাত্রীর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার লটিয়াবনি গ্রামে। মাম্পির বাবা বারানসী মণ্ডল গত বুধবার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। বারানসীবাবু বলেন, “গত মঙ্গলবার বিকেলে মেয়ে গ্রাম থেকে চার কিমি দূরে দুর্লভপুর গ্রামে টিউশন পড়তে গিয়েছিল। বাসে যেতে হয়। সন্ধ্যা হয়ে গেলও মেয়ে না ফেরায় চারিদিকে খোঁজাখুঁজি শুরু করি। কোথাও মেয়ের খোঁজ পাইনি। এমন কী যাঁর কাছে পড়তে গিয়েছিল সেখানে খোঁজ নিয়ে জানতে পারি, মেয়ে ওই দিন সেখানে যায়নি।” পুলিশ ওই ছাত্রীর খোঁজ করছে।
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান কেনার কেন্দ্র খোলার দাবিতে পুরুলিয়ার সাতটি ব্লকে বিক্ষোভ দেখাল এসইউসির কৃষক সংগঠন কে কে এম এস। কাশীপুর, হুড়া, মানবাজার, রঘুনাথপুর ১, নিতুড়িয়া ও পাড়া ব্লকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা প্রশাসনের কাছে স্মারকলিপিও দেয়। সংগঠনের জেলা সম্পাদক সীতারাম মাহাতো বলেন, “সরকার চালকলগুলির মাধ্যমে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। জেলার বহু ব্লকে চালকল নেই। চাষিরা ধান বিক্রি করতে পারছেন না।” একই দাবিতে আড়শা ব্লকে বিক্ষোভ করে সিপিএম।
|
বাসের ধাক্কায় মৃত্যু শিক্ষকের |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ শিক্ষকের। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে, পুরুলিয়া সদর থানার দুলমি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম নির্মল পোদ্দার (৫৫)। ওই থানার বাড়ি দুলমিতেই। রঘুনাথপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের আংশিক সময়ের এই শিক্ষক এ দিন সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি বাস তাঁকে ধাক্কা মারে। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
|
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
বেআইনি চোলাই মদ বিক্রি করার অভিযোগে রাইপুরের বেনাশুলি গ্রাম থেকে এক জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিদেশ হেমব্রম। বুধবার সন্ধ্যায় পুলিশ ওই গ্রামে হানা দেয়। পুলিশের দাবি, ওই ঠেক থেকে ১২ লিটার চোলাই এবং মদ তৈরির কয়েক কেজি মহুল, বাকর প্রভৃতি উপকরণ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ধৃতকে খাতড়া আদালতে তোলা হয়। |