খড়ের ছাউনির মাটির ঘরে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার শেষ রাতে বারিকুল থানার শ্যামসুন্দরপুরে এই অগ্নিকাণ্ড ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম খাতুন্নেসা বিবি (৬৫)। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্ত করতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ শ্যামসুন্দরপুরের ওই বাড়িতে আগুন লাগে। বাড়িটি দোতলার। মৃতার ছেলে শেখ নইমুদ্দিন বলেন, “রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কী ভাবে ঘরের চালায় আগুন ধরে যায়। আমরা ভয়ে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে আসি। কিন্তু মা বের হতে পারেনি। উদ্বার করতে গিয়ে দেখি মায়ের দেহের অনেকখানি আগুনে পুড়ে গিয়েছে। মা তত ক্ষণে মারা গিয়েছিল।” স্থানীয় বাসিন্দা গোলক পাল, বাপি কদমা বলেন, “সাধ্য মতো আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু ওই বৃদ্ধাকে বাঁচাতে পারলাম না।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শট্সার্কিট থেকে আগুন লেগেছে।
অন্য দিকে, বাড়িতে রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বধূর। পুলিশ জানায়, পুষ্প মণ্ডল (২৭) নামের ওই বধূটির বাড়ি আদ্রার বেকো গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়িতে রান্না করার সময়ে তাঁর পরনের কাপড়ে আগুন লাগে। পরে তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। |