বাদুরিয়ায় শুরু হয়েছে ‘ভারত মেলা’। বুধবার বিকেলে বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। স্থানীয় দিলীপকুমার স্কুলের মাঠে মেলার উদ্বোধন করেন সমাজকর্মী ও লেখিকা মহাশ্বেতা দেবী। উপস্থিত ছিলেন বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, বিডিও দেবব্রত বিশ্বাস, বিএমওএইচ সোমা শীল, চিকিৎসক গোপেশ্বর মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল হামিদ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের পক্ষে কাজি আব্দুর রহিম (দিলু) বলেন, “থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য বাদুড়িয়াতে একটা হাসপাতাল তৈরির কাজ শেষ পর্যায়ে। খুব শীঘ্রই তার উদ্বোধন হবে। তারই প্রচারের উদ্দেশে মেলার আয়োজন। এ বারের মেলায় ১০টি বইয়ের স্টল সহ সরকারি এবং বেসরকারি মিলিয়ে শতাধিক স্টল করা হয়েছে। ১ জানুয়ারি পর্যন্ত চলা এই মেলার বিভিন্ন দিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের আনন্দ দিতে থাকছে নানা ধররে অনুষ্ঠান।
|
বাঁধ কেটে ইট তৈরি, গ্রেফতার ১১ |
ইছামতী নদীর বাঁধ কেটে গ্রামের মধ্যে জল ঢোকানোর অভিযোগে ১১ জন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের ঘোষপুরের নারকেলতলা গ্রামে। ধৃতদের এ দিন বসিরহাটের এ সি জে এম আদালতে তোলা হয়। হিঙ্গলগঞ্জ থানার ওসি পার্থ শিকদার বলেন, “সেচ দফতর এবং গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে নদীতে বাঁধ কাটার অভিযোগে শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে। অজয় দাস নামে এক ইঁটভাটার মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ জানিয়েছে, সম্প্রতি নারকেলতলা গ্রামে একটি ইটভাটা তৈরি হয়েছে। ওই ভাটায় ইট তৈরির পলিমাটির জন্য ইছামতী নদীর বাঁধ কেটে জল ঢোকানোর কাজ চলছিল। প্রথমে বাঁধ কেটে গ্রামের মধ্যে জল ঢুকিয়ে মাছ চাষ করা হয়। সেখানে জমা জলে পলি পড়লে তা কেটে ইট তৈরি করা হয়। এ দিন সকালে বাঁধ কাটা হচ্ছে দেখে গ্রামবাসীরা প্রতিবাদ জানিয়ে সেচ দফতরের দ্বারস্থ হন। ওই দফতর থেকে ভাটা মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ বাঁধ কাটার অপরাধে শ্রমিকদের গ্রেফতার করে।
|
‘সুন্দরবন কৃষ্টিমেলা ও লোক-সংস্কৃতি উৎসব’ শুরু হয়েছে বাসন্তীর কুলতলিতে। মঙ্গলবার উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। মেলার উদ্যোক্তা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন ধরনের স্টল বসেছে মেলায়। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা। মেলার বিভিন্ন দিনকে মনীষীদের নামে চিহ্নিত করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মনোহর তিরকে, বিধায়ক সুভাষ নস্কর প্রমুখ। মেলা এ বার ১৬ বছরে পড়ল। স্থানীয় লোকজন মেলায় অতিথি-অভ্যাগতদের কাছে সুন্দরবনে বিশ্ববিদ্যালয় গড়ার দাবি জানিয়েছেন। উদ্যোক্তারা জানান, এক লক্ষ মানুষের সই সংবলিত দাবিপত্র শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। |