দুর্ঘটনায় মৃত ২ • জখম ১৬ জন পুলিশ কর্মী • ধৃত ৬ |
জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ উলুবেড়িয়ায় |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
মুম্বই রোডে লরির ধাক্কায় দু’জন মোটর বাইক আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধু্ন্ধুমার ঘটে উলুবেড়িয়ার বীরশিবপুরে মালঞ্চবেড়িয়ার কাছে। ক্ষুব্ধ গ্রামবাসী মুম্বই রোড অবরোধ করেন। তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশ কাঁদানে গ্যাস এবং প্লাস্টিক বুলেট ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে। অন্য দিকে, গ্রামবাসীদের ছোড়া ইটের ঘায়ে উলুবেড়িয়ার আই সি-সহ ১৬ জন পুলিশকর্মী এবং এক জন সাংবাদিক আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ছ’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে এ দিন দুপুর ২টো নাগাদ। নয়াচকের বাসিন্দা প্রদীপ দলুই (২৮) এবং পাশের গ্রাম মালঞ্চবেড়িয়ার বাসিন্দা রাজেশ সিংহ (২২) বাইকে চড়ে উলুবেড়িয়ার দিকে আসছিলেন। মালঞ্চবেড়িয়ার কাছে একটি লরি বাইকের পিছনে ধাক্কা মারলে দু’জনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছু ক্ষণ পরে উলুবেড়িয়া থানার পুলিশ এলে তাদের দেহ উদ্ধার করতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই এলাকায় কোনও ট্রাফিক পুলিশ নেই। লরিগুলি বেপরোওয়া গতিতে চলাচল করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অবিলম্বে এই এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করার দাবি জানান তাঁরা। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। |
|
—নিজস্ব চিত্র। |
খবর পেয়ে অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষদস্তিদার। তাঁর সঙ্গে জনতার একাংশের ধ্বস্তাধস্তি হয়। ইট মারা হয় আইসি এবং তাঁর বাহিনীকে লক্ষ্য করেও। তাঁদের উদ্ধার করতে হাজির হন উলুবেড়িয়ার এসডিপিও তন্ময় সরকার এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা। উত্তেজিত জনতা পুলিশের দু’টি গাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি বাস এবং ট্রেলারে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে। ‘অ্যান্টি রায়ট গান’ থেকে ছোড়া হয় প্লাস্টিকের ছররা। ভয় পেয়ে জনতা পিছু হটে। তারপরে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় ময়না-তদন্তের জন্য। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পরে ফের মুম্বই রোডে গাড়ি চলতে শুরু করে। তবে যান চলাচল স্বাভাবিক হতে সন্ধ্যা গড়িয়ে যায়। ঘটনাস্থল থেকে মোট ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত পুলিশকর্মীদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালায়। তার ফলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেলার পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ হয়। পুলিশের উপরে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দু’তিন রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।” লাঠি চালানোর অস্বীকার করে পুলিশ। |
|