বিদ্যুতের তারে খেজুর গাছ পড়ায় খুঁটি উপড়ে চার জন আহত হয়েছেন। দু’টি সাইকেল ও একটি ভ্যান রিকশার ক্ষতি হয়েছে। পরিকল্পনাবিহীন গাছ কাটার অভিযোগে পুলিশ কালু দে সহ দু’জনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বসিরহাট হাইস্কুলের সামনে। ক্লাস না থাকায় বড় রকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ছাত্রছাত্রীরা। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন স্কুলের মাঠের পাশে একটি খেজুর গাছ কাটছিলেন চার জন। দড়ি দিয়ে না বাঁধার জন্য কাটা গাছটি রাস্তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর আছড়ে পড়ে। আশপাশের তিনটি বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। একটি ট্রান্সফর্মারে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।
ওই সময়ে রাস্তা দিয়ে সাইকেলে যাচ্ছিলেন সন্দীপ মিস্ত্রি এবং প্রশান্ত দাস। তাঁদের কথায়, “গাছটি বিদ্যুতের তারের উপরে পড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ হয়। বিদ্যুতের ঝলক দেখে সাইকেল ফেলে পাশের নালায় লাফ লাফ মেরে কোনও মতে বেঁচেছি। সামান্য চোট পেলেও বিদ্যুতের খুঁটি পড়ায় সাইকেল দু’টো নষ্ট হয়ে গিয়েছে।” পালাতে গিয়ে হাতে চোট পেয়েছেন বাবলু বন্দোপাধ্যায়।
বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে। এলাকায় গিয়ে দেখা গেল, স্কুলের সামনে রাস্তা জুড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার ও খুঁটি। বহু মানুষ ভিড় করেছেন। দুর্ঘটনার পরে শ্রমিকরা পালালেও গাছ কাটানোর দায়িত্বে থাকা কালু দে কে ধরে মারধর করে জনতা। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এরপরে বিদ্যুৎ দফতরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। হাইস্কুলের শিক্ষক হরেন্দ্রনাথ পরামাণিক বলেন, “এক দিন পর স্কুলে ফল প্রকাশ। সে সময়ে এমন হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সময় মতো লাফ মেরেছে বলে ছেলে দু’টো প্রাণে বেঁচেছে। বড় রাস্তার পাশের গাছ আরও সতর্ক হয়ে কাটা উচিত ছিল।” |