টুকরো খবর
সাঁওতালি ভাষাদিবস
‘সাঁওতালি ভাষা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। ‘গণ আন্দোলনে স্থানীয় ভাষা ও গল্প-উপন্যাসে আদিবাসী নারী’ শীর্ষক এক আলোচনাসভায় অংশ নেন সুবর্ণরেখা কলেজের ইতিহাসের বিভাগীয় প্রধান লক্ষীন্দর পালই, বাংলার বিভাগীয় প্রধান গীতিকা পণ্ডা, কমার্স-এর বিভাগীয় প্রধান সুবল জানা, নৃতত্ত্ববিদ্যার অধ্যাপক হরিপদ প্রধান, ছাত্র সুদাম হাঁসদা প্রমুখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজের সাঁওতালির বিভাগীয় প্রধান ক্ষুদিরাম মুর্মু। পরিবেশিত হয় আদিবাসী লোকসংস্কৃতির অনুষ্ঠান। সাঁওতালদের সর্বভারতীয় ছাত্র সংগঠন ‘ভারত জাকাত পাঠওয়া গাঁওতা’র উদ্যোগেও সাঁওতালি ভাষা দিবস স্মরণে এ দিন সকালে ঝাড়গ্রাম শহরে পদযাত্রা হয়। সন্ধ্যায় বেনাগেড়িয়ায় সংগঠনের উদ্যোগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

শ্রমিক বিক্ষোভ
উপস্থিতির রেজিস্টারে এক কর্মীর নামের পাশে ‘অন্যায় ভাবে’ লালদাগ দেওয়া হয়েছে, প্রতিবাদ করতে যাওয়ায় মারধরের হুমকি দেওয়া হয়েছে অন্য এক শ্রমিককেএই অভিযোগে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় হলদিয়ার এক্সাইড কারখানায়। প্রায় ৬০০ শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ, কারখানার কর্মী প্রণয় সেনের নামের পাশে ‘অকারণে’ লালদাগ দেন এক ম্যানেজার। প্রতিবাদ করেছিলেন শেখ সহিদুর আলম নামে এক শ্রমিক। তাঁকে মারধরের হুমকি দেওয়া হয়। প্রতিবাদে কাজ বন্ধ করেন শ্রমিকেরা। অভিযুক্ত আধিকারিক ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক-কর্মীরা। কারখানা কর্তৃপক্ষ বা অভিযুক্ত আধিকারিক মন্তব্য করতে চাননি।

‘মাওবাদী’ সন্দেহে বিনপুরে ধৃত যুবক
মাওবাদী স্কোয়াড সদস্য সন্দেহে বিনপুর থানার কাঁকো অঞ্চলের গোদামডাঙা গ্রামের যুবক গণেশ বেশরা-কে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মার দাবি, দু’দিন আগে আদালতে আত্মসমর্পণ করা মাওবাদী নেতা চায়নার সহযোগী গণেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, খুন, অপহরণ, হামলা-নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। ‘ফেরার’ গণেশকে দীর্ঘদিন খোঁজা হচ্ছিল। গত বছর ২০ সেপ্টেম্বর বিনপুরের শিলদায় মাওবাদী হানায় নিহত হন সিপিএমের বেলপাহাড়ি জোনাল সদস্য অনন্ত মুখোপাধ্যায়। ওই মামলার চার্জশিট-প্রাপ্ত অভিযুক্ত গণেশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়নাও জারি করেছিল আদালত। ধৃতকে শুক্রবার আদালতে হাজির করা হবে। অন্য দিকে, চায়নার সহযোগী সন্দেহে এ দিনই বিনপুরের ভালুকখুলিয়া গ্রামের যুবক সনাতন হেমব্রমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসপি।

লরির সঙ্গে সংঘর্ষ, মৃত আরোহী
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রামের বেলতলায় ৬ নম্বর জাতীয় সড়কে পথ-দুর্ঘটনায় প্রাণ হারালেন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ডিপো-অফিসার এস বিক্রম সিংহ (৩০)। পুলিশ জানিয়েছে, এইচপিসিএল-এর জামশেদপুরের দফতরে কর্মরত ছিলেন বিক্রম সিংহ। এ দিন একটি গাড়িতে খড়্গপুরের দিক থেকে লোধাশুলি ফিরছিলেন তিনি। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁর গাড়িটি লরিটির তলায় ঢুকে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বিক্রমবাবু। তাঁর গাড়ির চালক অজয় সাহানিকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লরিটিকে আটক করছে পুলিশ। লরির চালক ও খালাসি পলাতক।

দুর্ঘটনায় মৃত্যু
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রামের বেলতলায় ৬ নম্বর জাতীয় সড়কে পথ-দুর্ঘটনায় প্রাণ হারালেন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ডিপো-অফিসার এস বিক্রম সিংহ (৩০)। পুলিশ জানিয়েছে, এইচপিসিএল-এর জামশেদপুরের দফতরে কর্মরত ছিলেন বিক্রম সিংহ। এ দিন একটি গাড়িতে খড়্গপুরের দিক থেকে লোধাশুলি ফিরছিলেন তিনি। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁর গাড়িটি লরিটির তলায় ঢুকে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বিক্রমবাবু। তাঁর গাড়ির চালক অজয় সাহানিকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লরির চালক ও খালাসি পলাতক।

কেশপুরে ফের সংঘর্ষ
বুধবারের পর বৃহস্পতিবারেও ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধল কেশপুরে। এ দিনও দোগাছিয়া গ্রামে দু’পক্ষের মধ্যে মারপিট হয়। ৪ জন জখম হয়েছেন। সংঘর্ষ বড় আকার নিতে পারে এই আশঙ্কায় ঘটনাস্থলে যায় পুলিশ। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও বিক্ষুব্ধ তৃণমূল নেতা নেপাল ঘোষের গোষ্ঠীর অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের অনুগামীদের উপর হামলা চালিয়েছেন দলের ব্লক সভাপতির লোকজন।
কেশপুরে সংঘর্ষে আহত তৃণমূলকর্মী।
এই অভিযোগে কেশপুরে দীর্ঘক্ষণ পথ অবরোধও করেন নেপাল-গোষ্ঠীর লোকেরা। প্রায় ৩ ঘণ্টা ধরে অবরোধ চলায় কেশপুর-মেদিনীপুর রুটে দীর্ঘক্ষণ বাস চলাচল বন্ধ ছিল। সাধারণ যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি আশিস প্রামাণিক জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কেশপুরের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

ভ্যান উল্টে জখম
আগেই দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে মটরভ্যান চলাচল নিষিদ্ধ করেছিল প্রশাসন। তবে নিয়মকে উপেক্ষা করেই হলদিয়ায় চলছিল এই যন্ত্রচালিত ভ্যান। বৃহস্পতিবার লিঙ্ক রোডে ফের মটরভ্যান উল্টে গুরুতর আহত হলেন এক মহিলা-সহ তিন জন। এ দিন মটরভ্যানে করে সিটিসেন্টার থেকে মঞ্জুশ্রী আসছিলেন শুভজিৎ মন্ডল (২৫), বীরেন্দ্রনাথ দাস (৭০) ও পলি দাস (২০)। ভ্যানটি মাতঙ্গিনী মোড়ে আসতেই হঠাৎ উল্টে গেলে জখম হন যাত্রীরা।

কনেডোবায় ফুটবল প্রতিযোগিতা
ছবি: দেবরাজ ঘোষ।
ঝাড়গ্রাম ব্লকের কনেডোবায় ‘কনেডোবা সাগেন সাকাম ক্লাবে’র পরিচালনায় বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে ‘চতুর্থ বর্ষ নক-আউট মিনি ফুটবল প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হল স্থানীয় ক্লাব-ময়দানে। প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি ফুটবল-দল। বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলায় ‘মান্ডি-একাদশ’কে টাইব্রেকারে হারিয়ে জয়ী হয় ‘চাকি স্পোর্টিং একাদশ’। আয়োজক-ক্লাবের সভাপতি গোরাচাঁদ মান্ডি বলেন, “জঙ্গলমহলের অশান্তির কারণে গত দু’বছর প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয় নি।”

ডাকাতির অভিযোগ ধৃত চার
ব্যাঙ্কে ডাকাতি করতে এসে নিরাপত্তারক্ষী ও জনতার তৎপরতায় ধরা পড়ল চার দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের মেচেদা পুরাতন বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তিন দুষ্কৃতীকে ধরে ব্যাপক পেটায় জনতা। পুলিশ জানিয়েছে, ধৃত বিজয় দাস, রাজু দাস, বালা দাস ও সন্তোষ প্রধানের বাড়ি ওডিশার গঞ্জাম জেলার বিরামপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি রিভলভার মিলেছে। দু’টি মোটসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।

হলদিয়ায় অভিযান
মগরাহাটের বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনার পর চোলাই-ভাটি ভাঙার অভিযান চলছে হলদিয়াতেও। বৃহস্পতিবার সাতটি চোলাইয়ের ভাটি ভাঙা হল হলদিয়ার ভবানীপুর, সুতাহাটা থানা এলাকায়। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৫০০ লিটার চোলাই। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

কারখানায় আগুন
আগুনে পুড়ে গেল হলদিয়ার একটি পলিইথিলিন কারখানার প্রোডাকশন হাউস। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে হলদিয়ায়। দমকলের তিনটি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হলদিয়া দমকল বিভাগের ওসি কার্তিকচন্দ্র মণ্ডল জানান, আগুন ঠিক কী ভাবে লেগেছে, সে নিয়ে তদন্ত চলছে।

বিক্ষোভ
ন্যূনতম পরিষেবা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার হলদিয়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল ও স্মারকলিপি দিল তৃণমূল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.