জেলা বইমেলা বয়কট করছে লিটল ম্যাগাজিন |
পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা বয়কটের সিদ্ধান্ত নিলেন লিটল ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠকেরা। আজ, শুক্রবার থেকে খড়্গপুর শহরে শুরু হচ্ছে দশম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা। তার আগে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন লিটল ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠকেরা। তাঁদের অভিযোগ, এই জেলায় লিটল ম্যাগাজিনকে গুরুত্ব দেওয়া হয় না। আগেই কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রস্তাব ও দাবি রাখা হয়েছিল। কিন্তু, সদুত্তর মেলেনি। লিটল ম্যাগাজিনগুলির পক্ষে ঋত্বিক ত্রিপাঠি বলেন, “গত দু’বছরও আমরা জেলা বইমেলা বয়কট করেছি। যখনই কর্তৃপক্ষের দ্বারস্থ হই, আশ্বাস মেলে। কিন্তু, আশ্বাস মতো কাজ হয় না।” অভিযোগ, সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও এ জেলায় লিটল ম্যাগাজিন কিনতে গ্রন্থাগারগুলিকে বাধ্য করা হয় না। সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারগুলি যাতে জেলার লেখকদের বইপত্র এবং লিটল ম্যাগাজিন কেনে, সেটি নিশ্চিত করা, সাহিত্যবাসরের বাজেট বৃদ্ধি করা-সহ বেশ কয়েকটি দাবিতেই ফের মেলা বয়কটের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
|
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী |
প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী বিভূতিভূষণ বসু। বয়স হয়েছিল ১০২ বছর। কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাড়ি মেদিনীপুর শহরের চিড়িমারসাইয়ে। বুধবার রাতে শহরের একটি নার্সিংহোমে তিনি মারা যান। মেদিনীপুর টাউন স্কুলে পড়ার সময় গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। টাউন স্কুল ও মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষকতাও করেছেন। |