|
|
|
|
ডাকাতি করতে এসে গ্রেফতার চার দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ব্যাঙ্কে ডাকাতি করতে এসে নিরাপত্তারক্ষী ও জনতার তৎপরতায় ধরা পড়ল চার দুষ্কৃতী।
বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের মেচেদা পুরাতন বাজারে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তিন দুষ্কৃতীকে ধরে ব্যাপক পেটায় জনতা। পুলিশ জানিয়েছে, ধৃত বিজয় দাস, রাজু দাস, বালা দাস ও সন্তোষ প্রধানের বাড়ি ওডিশার গঞ্জাম জেলার বিরামপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি রিভলভার মিলেছে। তাদের দু’টি মোটসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মেচেদা পুরাতন বাজারের পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের শাখায় ওই চার দুষ্কৃতী দু’টি মোটর সাইকেলে চেপে আসে। সন্তোষ দোতলায় ব্যাঙ্কের ভিতরে ঢোকে। বাকি তিন জন নীচে অপেক্ষা করছিল। ব্যাঙ্কের ভিতরে সন্তোষকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তারক্ষী আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বেগতিক বুঝতে পেরে পালানোর চেষ্টা করে নীচে অপেক্ষারত বিজয়, রাজু ও বালা। স্থানীয় লোকজন তাড়া করে তাদের ধরে ফেলে এবং বেধড়ক পেটায়। ব্যাঙ্কের ভিতরে আটক সন্তোষকে মারধর করা হয়নি। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ এসে ওই চার জনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় নতুন করে গণ্ডগোল বাধে। সন্তোষকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ও ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ দিকে, বুধবার রাতেই মেচেদা বাজার সংলগ্ন শান্তিপুর এলাকায় একটি বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ডাকাতির চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুষ্কৃতীদের ফেলে যাওয়া ছোট লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ। |
|
|
|
|
|