|
|
|
|
পুলিশের কাজে আপত্তি, থানার সামনে বিক্ষোভ টিএমসিপি-র |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গভীর রাতেও কলেজ ছাত্রদের মেসে মাইক বাজছিল জোরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে মাইকের সরঞ্জাম বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই কাজ ‘অনুচিত’ হয়েছে এমনটাই দাবি করে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুক থানায় বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। পুলিশের বিরুদ্ধে রীতিমতো স্লোগান দিয়ে থানার প্রবেশপথ আটকে প্রায় দু’ঘণ্টা ধরে ওই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের তমলুক শহর শাখার সভাপতি দিব্যেন্দু রায়ের বিরুদ্ধে। ঘটনার কথা মেনে নিয়ে দিব্যেন্দুবাবু বলেন, “তমলুক থানার পুলিশ ওই মেসের ছাত্রদের গ্রেফতারের হুমকি দেওয়ার পাশাপাশি আমাদের দল নিয়ে আপত্তিজনক মন্তব্যও করে। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।”
তমলুক কলেজের কাছে পায়রাটুঙি এলাকায় ছাত্রদের জন্য একটি মেস রয়েছে। বুধবার ওই মেসে অনুষ্ঠান ছিল। রাত ১০টার পরেও উচ্চগ্রামে মাইক বাজতে থাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশে অভিযোগ জানান। তখন তমলুক থানার পুলিশ ওই মেসে গিয়ে মাইকের সরঞ্জাম বাজেয়াপ্ত করে নিয়ে আসে। মাইক সরঞ্জামের মালিকের বিরুদ্ধে নিয়ম মেনে মামলা দায়ের করা হয়। কিন্তু ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই আইনি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, সতর্ক করে দেওয়া হয় শুধু। তারপরেও বৃহস্পতিবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের ২০-২৫ জন সমর্থক থানার প্রবেশপথ আটকে বিক্ষোভ শুরু করায় হতবাক হয়ে যান পুলিশকর্মীরা। তমলুক থানার ওসি-সহ পুলিশকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। ছাত্রাবাস থেকে বাজেয়াপ্ত করা মাইকের সরঞ্জাম ফেরত দেওয়ার দাবিও জানানো হয়। বিক্ষোভে নেতৃত্ব দিতে আসেন শহরের তৃণমূল নেতা দিব্যেন্দু রায়। দুপুর ২টো পর্যন্ত বিক্ষোভ চলে। |
|
|
|
|
|