বেআইনি ভাবে এলাকার একটি পুকুর ভরাট করে দিচ্ছে কিছু প্রমোটার। এমনই অভিযোগ কালনা শহরের ৬ নম্বর চারাবাগান পাড়ার বাসিন্দাদের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
সম্প্রতি শহরের চারাবাগান ও অধিকারীপাড়ার কিছু বাসিন্দা মহকুমাশাসক, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, কালনা ১ ব্লকের বিডিও এবং পুরপ্রধানকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, এলাকায় একটি বড় পুকুর রয়েছে। স্থানীয় মানুষ ওই পুকুরের জল নানা কাজে ব্যবহার করেন। অথচ কিছু প্রোমোটার পুকুর ভরাট করে ওই জমি চড়া দামে বিক্রি করতে চাইছেন। বারবার প্রোমোটারদের কাজ বন্ধ করতে বলা হলেও তাঁরা কর্ণপাত করেননি। বাধ্য হয়েই প্রশাসনের কাছে কাজ বন্ধ করার আর্জি জানিয়েছেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে থেকেই পুকুর ভরাটের কাজ চলছে। কোনও রাজনৈতিক দলই বাধা দেয়নি। |
কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান দেবপ্রসাদ বাগের কথায়, “আমরা অভিযোগ পাওয়ার পরে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখেছি। মনে হয় না প্রোমোটারেরা নিয়ম মেনে কাজ করছে। দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” কালনা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অর্পিতা দাস জানান, অভিযোগ পাওয়ার পরে ওই এলাকায় একটি তদন্তকারী দল পাঠানো য়েছে। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।
যদিও প্রোমোটারদের তরফে গকুলচন্দ্র দাসের দাবি, তারা কোনও অবৈধ কারবারের সঙ্গে যুক্ত নন। |