নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সব্জি বাজার যাওয়ার রাস্তা সঙ্কীর্ণ। অথচ ওই রাস্তা দিয়ে রাতদিন পণ্য বোঝাই বড়বড় ট্রাক ঢোকে। বাজারে যাওয়া বাসিন্দারা এর এফলে ভোগান্তির শিকার হন। বার বার সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার একই ভাবে ট্রাক ঢোকায় একটি দোকানের ক্ষতি হয়। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এবং এলাকার দোকানদারদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। সমস্যাটি রামপুরহাট পুরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথগুপ্ত লেনে। দোকানদার কানু দত্তের অবিযোগ, “আমরা বিধায়ক, স্থানীয় কাউন্সিলর, পুলিশ প্রশাসনকে সমস্যার কথা জানিয়েছি। এমন কী সব্জি বাজার লাগোয়া রামপুরহাট মহকুমা খাদ্য দফতরের কর্মীরাও লিখিত ভাবে সমস্যার কথা প্রশাসনকে জানিয়েছেন। তা সত্বেও এ দিন একটি আলু বোঝাই ট্রাক ঢুকে আমার দোকানের ক্ষতি করেছে। বাধ্য হয়ে পুলিশকে ডাকতে বাধ্য হই।” পরে পুলিশ এসে ওই ট্রাকটিকে সরিয়ে দেয়। বাসিন্দাদের দাবি, ৬ ফুটের রাস্তা দিনের পর দিন সঙ্কীর্ণ হয়ে যাচ্ছে। তবুও রাতে, দিনে সব সময় ভারি ট্রাক ঢুকছে। গাড়িগুলি জাতীয় সড়কের ধারে খালি করা হোক। এসে সমস্যা মিটবে। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা চৌধুরী বলেন, “সমস্যাটি দীর্ঘদিনের। এলাকার বাসিন্দারা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। পুরসভার নজরদারির অভাবে এই সমস্যা হচ্ছে।” পুরপ্রধান নির্মল বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “সমস্যার কথা শুনেছি। আজ শুক্রবার এলাকায় যাব।” |