টুকরো খবর
ভুয়ো বিল
মুরারই ১ পঞ্চায়েতের অধীন বহু বিপিএল পরিবার রাজীবগাঁধী গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পে বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি। অথচ তাঁদের বাড়িতে নভেম্বর মাসের বিল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এলাকার ৩০টি পরিবার ওই বিল নিয়ে পঞ্চায়েত সমিতির দ্বারস্থ হন। মুরারই ১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের প্রদীপকুমার ভকত বলেন, “কেন এমন হল তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলব।”

আজ পৌষমেলা
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
ভোরে বৈতালিক এবং সকালে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে ১১৭তম পৌষ মেলা। কনকনে শীত উপেক্ষা করে ইতিমধ্যে দেশ-বিদেশের বহু পর্যটক এসে উপস্থিত হয়েছেন শান্তিনিকেতনে। ভিড় জমিয়েছেন বাউল, ফকিরেরা। পাশাপাশি গ্রামীণ ও হস্তশিল্পীরা নিজেদের পশরা নিয়ে হাজির হয়েছেন মেলা চত্বরে। শান্তিনিকেতন ও বোলপুরের হোটেল, লজ ফাঁকা নেই। ১২৫০ স্টল আছে। আজ, রবীন্দ্রনথের ১০টি গানের সিডি উদ্বোধন করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। উত্তরায়নের শ্যামলী বাড়ির সামনে ‘আপন হতে বাহির হয়ে’ নামে ওই সিডি আনুষ্ঠানিক প্রকাশ লাভ করবে।

চোলাই রুখতে অভিযান, ধৃত
জেলা আবগারি দফতর ও জেলা পুলিশের যৌথ অভিযানে কাঁকরতলা থানার ভবানীগঞ্জ থেকে চোলাই মদ তৈরির অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। জেলা আবগারি সুপার সুকুমার সিংহরায় বলেন, “ওই এলাকা থেকে ১০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মুরারই থানার ঢুঁরিয়া এলাকায় ২৫টি ভাটিতে অভিযান চালিয়ে ১১,৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।” তিনি জানান, জেলায় যাঁরা চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

বই প্রকাশ
ইতিহাসবিদ, অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্যের ‘রবীন্দ্রনাথ: টেগর অ্যান ইন্টারপ্রিটেশন’ বইটি বৃহস্পতিবার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ দিন সন্ধ্যায় বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, রবীন্দ্র গবেষক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

লেখক প্রয়াত
দীর্ঘ রোগ ভোগের পরে বৃহস্পতিবার সকালে কলকাতার একটি নার্সিংহোমে মারা গেলেন বিশিষ্ট গবেষক ও লেখক সিউড়ির বাসিন্দা কৃষ্ণনাথ মল্লিক। তাঁর বয়স হয়েছিল ৮৪। শতাধিক বছরের প্রাচীন বীরভূম সাহিত্য পত্রিকার সভাপতি ছিলেন তিনি।

ইয়ুথ ফেস্ট’
সম্প্রতি আন্তঃবিশ্ববিদ্যালয় ‘ইয়ুথ ফেস্ট’ পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থান পেল বিশ্বভারতী। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মৃণাল বিশ্বকর্মা পশ্চিমী কণ্ঠসঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছেন। বিশ্বভারতী থেকে ৩৬ জনের ছাত্রছাত্রীদের দল একক ও দলগত তেজপুরে প্রতিযোগিতায় যোগদিয়েছিলেন।

ভাষাদিবস উদ্যাপন
বীরভূমের ইলামবাজার থানার রামনগর এলাকায় মঙ্গলবার হয়ে গেল সাঁওতালি ভাষা দিবস উদ্যাপন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.