ছাত্র সংসদ গড়া নিয়ে হাতাহাতি নলহাটিতে |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ছাত্রসংসদ গঠনকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটল নলহাটি হীরালাল ভকত কলেজে। ছাত্র সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের এক শিক্ষক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেষ পর্যন্ত টিএমসিপির জেহেদি হাসান ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কলেজ সূত্রে জানা গিয়েছে, সোমবার কলেজে ছাত্র সংসদ নির্বাচনে টিএমসিপি ৮, ছাত্র পরিষদ ৫, এসএফআইয়ের ৫ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত টিএমসিপি ও ছাত্র পরিষদের মধ্যে জোট বজায় থাকলেও ছাত্র সংসদের দখলদারি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ বাধে। তার জেরে বৃহস্পতিবার গণ্ডগোলের সূত্রপাত। কলেজের অধ্যক্ষ নুরুল হুদা বলেন, “এ দিন ছাত্র সংসদ গঠনকে কেন্দ্র করে দু’দল ছাত্রের মধ্যে বচসা থেকে হাতাহাতি হয়। কলেজে ঝামেলা হচ্ছে দেখে ছাত্রদের থামাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় কলেজের বাংলা বিভাগের এক শিক্ষককে।”
তিনি জানান, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে কলেজের পরিচালন সমিতির সদস্যরা, পরিচালন কমিটির সভাপতি ছাত্র সংসদ গঠন এ দিনের মতো স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। ৩ জানুয়ারি ছাত্র সংসদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অবশ্য দুই ছাত্র সংগঠনের নির্বাচিত সদস্যরা বৈঠক করে ছাত্র পরিষদের ৬ জন ও টিএমসিপির ৫ জন মোট ১১ জন সদস্যের উপস্থিতিতে জেহেদি হাসানকে সম্পাদক নির্বাচিত করেন। |