বহুজাতিক সংস্থায় চাকরি মেলার খবর এসেছে বৃহস্পতিবারই। কিন্তু তার আগেই হস্টেলের ঘর থেকে মিলেছে তাঁর ঝুলন্ত দেহ।
কাটোয়া শহরের কাছে জাজিগ্রামের একটি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্র অনুপম ঘোষের (২০)
|
অনুপম ঘোষ। নিজস্ব চিত্র। |
বাড়ি কুলটির রানিতলায়। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, বুধবার তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পরে সব পড়ুয়া বাড়ি চলে যায়। অনুপম হস্টেলে থেকে গিয়েছিলেন। তাঁর বিষয় ছিল কম্পিউটার সায়েন্স। দিন কয়েক আগেই ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ পান এক বহুজাতিক সংস্থায়।
কলেজের অধ্যক্ষ স্বপন ঘোষাল বলেন, “ওই সংস্থা নিজেদের ওয়েবসাইটে ওর চাকরির কথা প্রকাশ করেছে বৃহস্পতিবার। কলেজের তরফে আমরা এই মৃত্যু নিয়ে একটি তদন্ত কমিটি গড়েছি। পুলিশকেও তদন্ত করতে বলেছি।” অনুপমের বাবা নির্মলবাবু কাটোয়া হাসপাতালে এ দিন বলেন, “বুধবার রাতেও আমাদের সঙ্গে ওর কথা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ি আসবে বলেছিল। সেখানে এই খবর আসবে, দুঃস্বপ্নেও ভাবিনি।”
কাটোয়ার ওসি রাজর্ষি দত্ত বলেন, “প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এখনও অবশ্য কোনও কারণ জানতে পারিনি। তবে ও নিয়মিত নেশা করত বলে জেনেছি।” |