আপাতত ছ’মাসের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রীপতি মুখোপাধ্যায়। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপাচার্য ষোড়শীমোহন দাঁ তাঁকে মনোনীত করেছেন। এত দিন ষোড়শীবাবুই রেজিস্ট্রার পদে ছিলেন। শ্রীপতিবাবু বলেন, “প্রথমে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানতে চেয়েছিলেন, আমি এই দায়িত্ব গ্রহণে রাজি কি না। আমি সম্মত হয়েছি।”
তৃণমূলের কর্মচারী সংগঠনের একটি গোষ্ঠী অবশ্য শ্রীপতিবাবুর এই পদপ্রাপ্তির বিরোধিতা করেছিল। তাদের দাবি, ওই শিক্ষক দক্ষিণপন্থী রাজনীতি করেন। ওই পদে তাঁরা ‘সম্পূর্ণ অরাজনৈতিক’ কাউকে চেয়েছিলেন। এই আপত্তির কথা জানিয়ে বুধবার উপাচার্যের কাছে স্মারকলিপিও দেন গোষ্ঠীর নেতা শৈলেন্দ্রনাথ ঘোষ। অপর একটি গোষ্ঠীর নেতা সীতারাম মুখোপাধ্যায় এই নিয়োগে সমর্থন জানিয়েছেন।
প্রসঙ্গত, নির্বাচনের পরেই রবিরঞ্জনবাবুর গড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন শ্রীপতিবাবু। যদিও তাঁর দাবি, তিনি কোনও দিনই সক্রিয় রাজনীতি করেননি। শ্রীপতিবাবুকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে বসিয়ে বস্তুত ‘দলতন্ত্র’ কায়েম করা হল কি না, বর্ধমান শহরে পৌর বালক বিদ্যালয়ের মাঠে ছাত্র-যুব উৎসবের উদ্বোধনে এসেও রবিরঞ্জনবাবু সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, “সব দিক বিবেচনা করে যোগ্য ব্যক্তিকেই নিয়োগ করা হয়েছে।” |