টুকরো খবর
মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল দার্জিলিং জেলা কংগ্রেস শিক্ষা সেল। শুক্রবার শিলিগুড়ির বিধান ভবনে সাংবাদিক বৈঠকে ওই দাবি জানান সংগঠেনর জেলা সভাপতি সৌমিত্র সেনগুপ্ত। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার ঘটনায় বুধবার সন্ধ্যায় গণ্ডগোল হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধিতা করে ছাত্র পরিষদ সমর্থকরা ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার থেকে ছাত্র পরিষদের ডাকে বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট শুরু হয়েছে। এদিনও বিশ্ববিদ্যালয়ে কাজকর্ম হয়নি। পুলিশি টহল ছিল। দার্জিলিং জেলা শিক্ষা সেলের সহ সভাপতি সন্দীপন ভট্টাচার্য বলেন, “এই সময় বিশ্ববদ্যালয় বন্ধ থাকলে অধ্যাপক-ছাত্র সবার ক্ষতি। দুই বছর ধরে নির্বাচন না হওয়ার বিষয়টি ঠিক নয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপ প্রয়োজন।” এদিন ছাত্র পরিষদের নেতা অভিজিৎ রায়চৌধুরী জানান, আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে ‘স্লেট’-এর পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষায় কোনওরকম বাধা দেবে না ছাত্র পরিষদ। রবিবার সংগঠনের বৈঠকে পরবর্তী পদক্ষেপের ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
দাবি হাট সংস্কারের
রাজ্য সরকারের প্রস্তাবিত হলদিবাড়ি কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় মুখ্য বাজার চত্বর কবে তৈরি হবে তা কারও জানা নেই। এক বছর আগে রাজ্য সরকারের প্রস্তাবিত মুখ্য বাজার তৈরির কাজ শুরু হয়েই বন্ধ হয়ে আছে। সমস্যার সমাধানে পুরান পাইকারি সবজি হাটের সংস্কার করে গড়ে তুলছে হলদিবাড়ি পুরসভা। নতুন মুখ্য বাজার চত্বরের কাজ থমকে থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এক বছর আগে বাম সরকার হলদিবাড়ির কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় মুখ্য বাজার চত্বর গঠনের পরিকল্পনা নেয়। বাম সরকারের খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী শিলান্যাস করেন। কাজ শুরু হয় গত এপ্রিল মাসে। তৃণমূলের পক্ষ থেকে কয়েকজন ঠিকাদারের সঠিক আস্থাপত্র নেই অভিযোগ তোলা হলে কৃষি বিপনন দফতরের নির্দেশে তদন্তের নির্দেশ হয়। হলদিবাড়ির বিডিও তদন্ত করে রিপোর্ট রাজ্য সরকাররকে দেন। রিপোর্টের ওপর ভিত্তি করে ৯ ঠিকাদারের মধ্যে ৬ জনকে শোকজ করা হয়। তারপর থেকে কাজ বন্ধ। কৃষি বিপনন মন্ত্রী অরূপ রায় দ্রুত কাজ শুরুর কথা ঘোষণা করলেও তা চালু হয়নি। হলদিবাড়ির বাসিন্দাদের বক্তব্য, “যে সমস্ত ঠিকাদারের বিরূদ্ধে অভিযোগ আছে তাদের বাদ দিয়ে কাজ শুরু হোক।” হলদিবাড়ির পুর-চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “কারা, কবে, কোথায় কাজ শুরু করবে তা আমি জানি না। আসন্ন টমাটো আর লঙ্কার মরসুমের কথা ভেবে আমরা পুরান হাটটির সংস্কারের কাজে হাত দিয়েছি।” চান নতুন মুখ্য বাজার চত্বরটি দ্রুত নির্মাণ করা হোক। হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ঘোষ বলেন, “রাজ্য সরকারের কাছে অনুরোধ দয়া করে মুখ্য বাজার নির্মাণের কাজ শেষ করা হোক।”
জামিন পেলেন বংশীবদন বর্মন
জামিন পেলেন গ্রেটার কোচবিহারের নেতা বংশীবদন বর্মন। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারক অমিত তালুকদার ও রঘুনাথ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওই রায় দেন। বংশীবদনের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “সরকার পক্ষ আপত্তি করেনি। আদালত জামিন মঞ্জুর করেছেন।” আদালত সুত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে আলাদা রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আন্দোলন ঘিরে রণক্ষেত্র হয় কোচবিহার। এক আইপিএস-সহ তিন পুলিশ কর্মী খুন হন। বংশীবদন বর্মন-সহ অন্যদের নামে মামলা করে পুলিশ। ২০০৬-এ বংশীবদন বর্মন আত্মসমর্পণ করেন। ওই মামলায় বংশীবদন বর্মন-সহ ৪৩ জন তারপর থেকে কোচবিহার জেলে রয়েছেন। বিধানসভা ভোটের পর নতুন সরকার ওই রাজনৈতিক বন্দিদের মুক্তির ব্যাপারে উদ্যোগী হয়। তার জেরেই এদিন শুনানিতে সরকারপক্ষ আপত্তি করেনি বলে জানা গিয়েছে। গ্রেটার কোচবিহার ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি আশুতোষ বর্মা বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এটা কুচবিহারবাসীর জয়।” বন্দিমুক্তি কমিটির মুখপাত্র আনোয়ার হোসেন জানান, আগামি সপ্তাহে বংশীবদন বর্মন মুক্তি পাবেন বলে তাঁরা আশাবাদী। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “ওই খবর পেয়েছি। নথি এলে যাতে সমস্যা না হয় তা দেখব।”
বৈঠকে গৌতম
তিস্তা প্রকল্পে উওর দিনাজপুরে জমি সংক্রান্ত সমসা রয়েছে। সেই সমসা সমাধানে শুক্রবার ইসলামপুর বিবেকানন্দ সভাগৃহে বৈঠক করলেন উত্তরবঙ্গ ঊন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া, ইসলামপুরের মহকুমাশাসক পার্থ ঘোষসহ সেচ দফতরের আধিকারিকেরা। সেচ দফতর সূত্রে খবর, উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকাতে জমি নানা জটিলতার কারণে আটকে রয়েছে। তিস্তা প্রকল্পের কাজ ইসলামপুর মহকুমার চোপড়া, গাইসাল, করণদিঘি সহ বেশ কিছু এলাকায়। তিস্তা প্রকল্পের কাজে যাতে বাধা না আসে সে জন্য ‘মনিটারিং কমিটি’ করা হয়েছে। মন্ত্রী বলেন, “বাম আমলে তিস্তার জন্য জমি নিলেও তা তিস্তা প্রকল্পের কাজে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। জমি দখল হয়ে আছে। কিছু জমি আগাছায় ভরে গিয়েছে। ওই জট ছাড়াতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.