মাওবাদীদের রুখতে ডাক দিলেন শুভেন্দু |
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি |
বাঘমুণ্ডিতে সভার ছবিটি তুলেছেন সুজিত মাহাতো। |
মাওবাদীদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার ডাক দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে বাঘমুণ্ডিতে অযোধ্যা পাহাড়ের নীচে দাঁড়িয়ে তিনি বলেন, “বিক্রম, রঞ্জিত পাল, আকাশ, বিকাশ ঝাড়খণ্ডে পালাচ্ছে। ওরা অস্ত্র নিয়ে গ্রামে ঢুকলে অস্ত্র কেড়ে নিতে হবে। আটকাতে হবে। বলরামপুরের মানুষ পারছেন। বাঘমুণ্ডি ও মানবাজারের মানুষকেও পারতে হবে।’ একই সঙ্গে শুভেন্দুবাবু মাওবাদীদের গণতান্ত্রিক ভাবে রাজনীতি করার আহ্বান জানান। মাওবাদীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা গণতান্ত্রিক ভাবে রাজনীতি করুন। সে অধিকার আপনাদের রয়েছে। ভাল লাগলে তৃণমূল করবেন। ভাল না লাগলে অন্য দল করবেন। আমরা মিথ্য প্রতিশ্রুতি দিলে সমালোচনা করবেন। ভাল কাজ করলে প্রশংসা করবেন।” এ দিন তিনি বাঘমুণ্ডিতে ১৯৯৮ সালে খুন হওয়া এক দলীয় কর্মীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করতে এসেছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে সভা হয়। তাঁর যাত্রাপথ ও সভাস্থল ছিল কার্যত যৌথবাহিনীর ঘেরাটোপে। গত রবিবার শুভেন্দুবাবু নেতৃত্বে বলরামপুরে তৃণমূল মিছিল করেছিল। সে দিনও তিনি মাওবাদীদের বিরুদ্ধে সুর চড়া করেছিলেন। এ দিনও বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন অস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেব না। অস্ত্র দেখিয়ে আর সাধারণ মানুষের উপরে ওরা নিজেদের মত চাপিয়ে দিতে পারবে না।
|
দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রাস্তা পেরোতে গিয়ে পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রের। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্সল থানা এলাকার কালীদাসডি গ্রামের কাছে, পুরুলিয়া-বোকারো রাস্তায়। পুলিশ জানায়, মৃত রাহুল মাহাতোর বাড়ি (৫) কালীদাসডি গ্রামেই। স্থানীয় প্রাথমিক স্কুলে পড়ত সে। এ দিন পুরুলিয়ামুখী একটি পিক-আপ ভ্যান তাকে চাপা দেয়। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যায় রাহুল। দুর্ঘটনার পরেই অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় ওই থানা এলাকাতেই নিজের গ্রাম গাড়াফুসড়া থেকে পুরুলিয়ার দিকে আসছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তাঁর এবং পুলিশের হস্তক্ষেপে ঘণ্টা দু’য়েক পরে অবরোধ উঠে যায়।
|
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পড়শি দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি বরাবাজার থানা এলাকার। শুক্রবার এই মর্মে থানায় অলোক মাহাতো ও প্রভাকর মাহাতোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ওই ছাত্রীর বাবার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। সেই সময় ওই দুই যুবক তাঁর মেয়ের মুখে চাপা দিয়ে সোনাঝুরির জঙ্গলে নিয়ে যায়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত গ্রেফতার হয়নি।
|
বিনা টিকিটের এক রেলযাত্রীর ব্যাগের ভিতর থেকে একটি পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে আদ্রা স্টেশনের ঘটনা। আরপিএফ জানিয়েছে, দুর্গগামী দক্ষিণ বিহার এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষার সময়ে বিনা টিকিটের যাত্রী ওই যুবক ধরা পড়েন। টিকিট পরীক্ষক আদ্রা স্টেশনে তাকে নামানোর পরে ওই যুবক ব্যাগ ফেলে পালায়। ব্যাগের ভিতরেই ছিল বন্দুক ও গুলি।
|
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
লটারির মাধ্যমে প্রাথমিক স্কুলে ভর্তি না হতে পারা শিশুদের কাছাকাছি অন্য স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবে সরকার। শুক্রবার এক অনুষ্ঠানে বাঁকুড়ায় এ কথা জানান রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি বলেন, “লটারিতে নাম না ওঠা শিশুদের বাড়ি থেকে এক কিমি’র মধ্যে অন্য স্কুলে ভর্তি করা হবে। প্রাথমিক শিক্ষার সংশ্লিষ্ট পরিদর্শকদের জানাতে হবে।” |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণের দাবি তুলল স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ ফেডারেশন। শুক্রবার ওই দাবি-সহ ১১ দফা দাবিতে বাঁকুড়া জেলাশাসকের দফতরে তারা স্মারকলিপি দেয়। সংগঠনের সম্পাদক তারাশঙ্কর প্রামাণিক বলেন, “সরকারি দফতরে কর্মীর অভাব রয়েছে। আমরা চাই দ্রুত ওই সব দফতরে কর্মী নিয়োগ করা হোক।” জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি দাবিগুলি দেখার আশ্বাস দেন।
|
রাস্তায় ধান ছড়িয়ে প্রতিটি পঞ্চায়েত এলাকায় শিবির করে ধান কেনার দাবি জানাল কংগ্রেস। শুক্রবার কাশীপুর ও রঘুনাথপুর ১ ব্লকের বিডিওদের কাছে কংগ্রেস কর্মীরা স্মারকলিপি জমা দেন। |