শুক্রবার সংগঠনের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। খাতড়া আদিবাসী কলেজের সামনে এই ঘটনাটি ঘটে। ছাত্র পরিষদের অভিযোগ, কলেজ গেটের সামনে টাঙানো তাদের সংগঠনের পতাকা এসএফআই সমর্থকেরা পুড়িয়ে দিয়েছে। বেলা ১১টা থেকে কলেজের সামনে খাতড়া-বাঁকুড়া রাস্তায় ঘণ্টা খানেক এই অবরোধ চলে। ফলে যান চলাচল ব্যাহত হয়। পরে খাতড়া থানার আইসি সব্যসাচী সেনগুপ্ত পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বুঝিয়ে অবরোধ তোলেন।
তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, “সামনেই কলেজের ছাত্র সংসদের নির্বাচন। তাই আমাদের সংগঠনের কর্মীরা খাতড়া আদিবাসী কলেজের গেটের সামনে সংগঠনের কিছু পতাকা, ফেস্টুন টাঙিয়ে ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই পতাকাগুলি পুড়িয়ে দেওয়া হয়।”
তাঁর অভিযোগ, “এ বার কলেজ ভোটে হার নিশ্চিত বুঝেই এসএফআই সমর্থকেরা রাতের অন্ধকারে আমাদের সংগঠনের পতাকা পুড়িয়ে দিয়ে অশান্তি সৃষ্টি করতে চাইছে।” অভিযোগ অবশ্য মানতে চায়নি এসএফআই নেতৃত্ব। সংগঠনের জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তীর দাবি, “ওদের পতাকা পোড়ানোর সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। পুরোটাই ওদের সাজানো। অশান্তি কারা তৈরি করতে চাইছে সাধারণ ছাত্রছাত্রীরা ভালো করেই জানেন।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে দিনের শুরুতে এ ভাবে ঘণ্টাখানেক ধরে রাস্তা অবরুদ্ধ করে রাখার ঘটনায় যাত্রীরা ক্ষুদ্ধ। তাঁরা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রাস্তা অবরোধ, বন্ধ-এ সব পছন্দ করছেন না, সেখানে তাঁর দলের ছাত্র সংগঠনের কর্মীরা পতাকা পোড়ানোর প্রতিবাদে এ ভাবে রাস্তা অবরোধ করলেন কী করে?” |